05/12/2023 : 9:57 PM
Top Newsআমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে পথ দুর্ঘটনায় আহত বৃদ্ধ

জিরো পয়েন্ট নিউজ – সঞ্জয় ব্যানার্জী, মেমারি, ১ নভেম্বর ২০২৩:


বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে এক পথ দুর্ঘটনায় আহত হয় এক বৃদ্ধ পথচারী। স্থানীয় সূত্রে জানা যায় মেমারি-রসুলপুরে মালঞ্চ পার্কের কাছে জিটি রোডে একটি বোলারো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একজন বয়স্ক পথচারীকে ধাক্কা মারার পর একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। ইলেকট্রিক পোলটি ভেঙে যায়। অন্যদিকে পথচারী বৃদ্ধ গুরুতর ভাবে আহত হয়। গাড়িটি মেমারির দিক থেকে রসুলপুরের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ।

কর্তব্যরত অফিসার বৃদ্ধকে চিকিৎসার জন্য বর্ধমানে অনানময় হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা যায় বৃদ্ধার নাম সহদেব মিদ্দা, বয়স আনুমানিক ৫৫ বছর, বাড়ি চাকনারা। পুলিশ গাড়িটিকে আটক করেছে বলে জানা যায়। এক প্রত্যক্ষদর্শীর কথায় গাড়ির চালক মোবাইল ফোন নিয়ে কথা বলছিলেন চলন্ত অবস্থায়, আর তার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা।

Related posts

ডাম্পারে ধাক্কায় মৃত্যু হল গরু ব্যবসায়ী ও একটি গরুর

E Zero Point

৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে নাকা চেকিং রায়নায়

E Zero Point

কান্দিতে কংগ্রেসের মহা মিছিল ও জনসভা

E Zero Point

মতামত দিন