15/04/2024 : 4:42 PM
আমার বাংলাউত্তর ২৪ পরগনা

আম্ফানে বিপর্যস্ত সুটিয়ার আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক

নিজস্ব সংবাদদাতা, গাইঘাটাঃ আমফান বিপর্যয় ওদের মাথার উপরে চালাটুকু ধ্বংস করেছে, পেটে দানাপানি নেই,গায়ের লজ্জা নিবারণের ন্যূনতম বস্ত্রেরও আকাল।চারিদিকে অনেক বিজ্ঞাপন থাকলেও বাস্তবতা বড় কঠিন।এরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যারাকপুরের বাসিন্দা নৈহাটি দোগাছিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী দাঁড়ালেন বিপর্যস্ত সুটিয়ার ১৭৭ জন আদিবাসী মানুষের পাশে। এদেরএকটা বড় অংশ মূলত যাযাবর বৃত্তি করে দিন কাটান এবং অধিকাংশ সময়ই ঘরে থাকার সুযোগ পাননা। গৌতম বাবু মনে করেন যে, সমাজে কাউকে কেউ সাহায্য করতে পারে না, শুধুমাত্র সমব্যথী এবং সহমর্মী হয়ে পাশে দাঁড়ানো তাই শিক্ষক সমাজ সহ সমাজের সমস্ত মানুষের কাজ।

আজ উত্তর ২৪ পরগনার গাইঘাটার সুটিয়া হাসিরাশি প্রাথমিক বিদ্যালয় এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইছাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক পাল,নৈহাটী নরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুজয় সরকার,বিশিষ্ট সমাজসেবী কাজল রায়,দীপঙ্কর বিশ্বাস,পাঁচপোতা ভাড়াটা না উচ্চ বিদ্যালয়ের করণিক অনন্ত দাস,স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ এর গ্রন্থাগারিক দীপন আচারি, প্রাথমিক শিক্ষক প্রদীপ দাস প্রমুখ।নতুন বস্ত্র পেয়ে ভীষণভাবে খুশি এলাকার ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বয়স্ক সবাই। তৈয়া, প্রজাপতি, রাজা, লিচু সবার চোখে মুখে খুশির ঝলক।

Related posts

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষ্যে মূর্তি স্থাপন এর সূচনা অনুষ্ঠান খণ্ডঘোষে

E Zero Point

মন্ত্রী তপন দাশগুপ্তের উপস্থিতিতে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রক্তদান শিবির

E Zero Point

ডবল ইঞ্জিনের গল্প

E Zero Point

মতামত দিন