19/04/2024 : 8:00 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

যুব সমাজকে ঘরে ফেরার ডাক মঙ্গলকোট তৃণমূল ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর

পরাগজ্যোতি ঘোষ, মঙ্গলকোট: আজ মঙ্গলকোটের গোপালবেড়া স্টেট ব্যাংকের নিচে একটি সভাকক্ষে তৃণমূল ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী এলাকার যুব সমাজকে ঘরে ফেরার ডাক দিলেন। তিনি জানান তৃণমূল যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবসমাজকে তৃণমূলে ফেরার আহ্বান জানিয়েছেন। নেতার সেই আহ্বানকে শ্রদ্ধা জানিয়ে তাদের পশ্চিম মঙ্গলকোটের চারটি অঞ্চলের অঞ্চল সভাপতি দের নিয়ে এবং প্রায় ৫০০ যুবকদের নিয়ে আজকের এই অধিবেশন। কার্যত তারা যুব সমাজকে সত্যিকারের পথ দেখানোর ভূমিকাটা নিয়েছেন। তারা মনে করেন যুব সমাজ আজ দিশাহারা। তাদেরকে সঠিক লক্ষ্যে নিয়ে যাওয়ায় তাদের আসল লক্ষ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো।

তারই আদর্শে ব্রতী অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবসমাজকে ঢেলে সাজানোর ডাক দিয়েছেন। ইদানিং যুব সমাজের মধ্যে সঠিকভাবে তৃণমূলকে না জেনে কিছু কিছু রাজনৈতিক দলের প্ররোচনায় স্রোতে গা ভাসানোর একটা ট্রেন্ড দেখা দিচ্ছে ।তাদের সেই ভুলটা ভাঙিয়ে তাদেরকে সঠিকভাবে আহ্বান জানিয়ে তৃণমূলে ফেরানোই তাদের আসল উদ্দেশ্য। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক মহাশয়। তার বক্তব্যের মধ্যে ছিল একই সুর ।তিনি যুবসমাজকে ভুল পথে না চলার জন্য অনুরোধ করেন ।তিনি জানান তারা সবসময় মানুষের পাশে ছিলেন, আজও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ।এমনিতেই সম্প্রতি মঙ্গলকোটে এই অঞ্চলগুলোতে বিজেপির একটা হাওয়া বইছে ।তাই গোলমালের আশঙ্কা মাথায় রেখে মঙ্গলকোট থানা থেকে পুলিশ মোতায়েন করা হয়।

Related posts

শ্রমিক আন্দোলনের বাম নেতা প্রয়াত মেমারিতে

E Zero Point

সবজি বিক্রেতাদের দাড়িপাল্লাগুলি তুলে নিলো ট্রাফিক পুলিশ

E Zero Point

প্রেমিককে পেতে প্রেমিকার ধর্না, ভাতারের কালুত্তক গ্রামে

E Zero Point

মতামত দিন