29/03/2024 : 2:05 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আংশিক সময়ের শিক্ষকদের স্থায়ীকরনের দাবীতে স্মারকলিপি মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ১২ সেপ্টেম্বর ২০২১:


স্থায়ীকরণ চাকুরীতে সিট সংরক্ষণ, ন্যায্য বেতন, অবসর সময় এককালীন ভাতা, শারোদৎসব বোনাস, পুনর্নিয়োগ সহ বিভিন্ন দফা দাবির ভিত্তিতে পার্ট টাইম ওয়েলফেয়ার অ্যাশোসিয়েশনের পক্ষ হতে রবিবার পূর্ব বর্ধমানের মেমারি বামুন পাড়া মোড়ে কমিউনিটি হলে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্যেরর কাছে স্মারকলিপি প্রদান করা হলো।

ইতিমধ্যে বিভিন্ন প্রশাসনিক দপ্তরের বারবার আবেদন জানানোর পরেও স্থায়ীকরণ করানো হয়নি সেই স্থায়ীকরণের উদ্দেশ্যেই বিভিন্ন জেলার আংশিক সময়ের শিক্ষকদের সকল সদস্যরা একত্রিত হয়ে পূর্ব বর্ধমানের মেমারিতে আজ রবিবার বিধায়ককে স্মারকলিপি প্রদানের পাশাপাশি সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে বলে শিক্ষকরা জানান।

মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এদিন শিক্ষকদের জানিয়েছেন শিক্ষকদের দাবি আগামী দিনে পূরণ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।



Related posts

চাকরির নিয়োগে জীবনবিমা কোম্পানি কে মানবিক হতে বললো হাইকোর্ট

E Zero Point

মেমারিতে অক্সিজেনের কালোবাজারিঃ উদ্ধারকৃত সিলিন্ডার তুলে দেওয়া হয় পাহারহাটি হাসপাতালে

E Zero Point

পাড়ায় সমাধানের সুফল এবারের দুয়ারে সরকারেঃ মেমারিতে উদ্বোধন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের

E Zero Point

মতামত দিন