04/05/2024 : 5:48 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সাইক্লোথন

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৪ ফেব্রুয়ারি ২০২৩:


পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে সাইক্লোথন অনুষ্ঠিত হচ্ছে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের উদ্যোগে। যার নাম দেওয়া হয়েছে “মুভ ফর আর্থ” “পৃথিবীর জন্য যাত্রা। জামালপুর ব্লকে সাদিপুর অ্যাথলেটিক ক্লাবের সহযোগিতায় এবং মেমারি ১ব্লকে পাল্লারোড উচ্চ বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় শুক্রবার সাইক্লোথন অনুষ্ঠিত হল।

আয়োজকরা ছাড়াও সুইচ অন ক্লাব ও বর্ধমান নেহেরু যুব কেন্দ্রের সহযোগী সংগঠন পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির সদস্যরাও এদিন যোগ দেয় এই সাইক্লোথনে। সাইক্লোথনে সেরা হন জামালপুরের দুই সাইকেল আরোহি রোহিত মোহন মিত্র ও সৈকত ব্যানার্জি এবং মেমারি ১ব্লকের দুই সাইকেল আরোহি রৌমি ঘোষ ও আহেলি দে।

আয়োজকদের তরফে কৌস্তভ ঘোষ জানান পরিবেশ রক্ষার বার্তা দিতে ৩দিন ব্যাপী জেলার না না প্রান্তে এই সাইক্লোথন আয়োজিত হবে। সেরা সচেতনতা মূলক বার্তা ও নিয়ম মেনে সাইকেল চালানো বিচার করে প্রতি ব্লকের সাইক্লোথনে সেরা ঘোষণা করা হচ্ছে যাদের জেলাস্তরে পুরস্কৃত করা হবে।

Related posts

মানুষের সেবায় শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল

E Zero Point

গর্ভে সন্তান থাকা কালীন নিয়মিত স্কুলে, দুধের সন্তান কে কোলে নিয়ে উচ্চমাধ্যমিক

E Zero Point

সামাজিক বিধি নিষেধ মেনেই শুরু হল যাত্রার রিহার্সাল

E Zero Point

মতামত দিন