04/12/2023 : 6:34 PM
টলি-বলি-কলি-হলিবিনোদন

‘টাকার রং কালো’ ছবির ট্রেলর ও মিউজিক লঞ্চ

জিরো পয়েন্ট নিউজ রাজকুমার দাস, কলকাতা, ২৮ মে ২০২২:


বৃহস্পতিবার বিকেলে মহানগরের ভিআইপি মোড় সংলগ্ন বেঙল লাউঞ্জে ‘টাকার রং কালো’ ছবির ট্রেলর ও মিউজিক লঞ্চ হলো। মেসার্স প্রশান্ত সাহানা নিবেদিত বিলাস ফাউন্ডেশন প্রযোজিত কল্যাণ সরকারের হাস্যকৌতুক ছবি এটি।এই  অনুষ্ঠানে ছিলেন ছবির কলাকুশলীরা। ছবির সঙ্গীত শিল্পী কুমার শানু, রূপঙ্কর বাগচি। সঙ্গীত পরিচালক অশোক ভদ্র, ছবির পরিচালক কল্যাণ সরকার।

ছবিতে অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী,  কাঞ্চন মল্লিক,  তনিমা সেন, লাভলী মৈত্র, অমিতাভ ভট্টাচার্য, রাত্রি ঘটক প্রমুখ। এই ছবির পরিচালক কল্যাণ সরকার জানিয়েছেন – “প্রখ্যাত সাহিত্যিক সুনীল চক্রবর্তীর ‘সমনামী’ নাটক থেকে এই ছবির গল্প নেওয়া হয়েছে। ছবির চিত্রনাট্য লিখেছেন সুনীল চক্রবর্তীর পুত্র পার্থ চক্রবর্তী”। এদিন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কুমার শানু জানান – ” এই বাংলা ছবিতে ভালো ভালো গান আছে,আপনাদের কাছে অনুরোধ,  সবাই গান শুনবেন। বাংলা ছবির অতীতের গর্ব ফিরে আসবে, সেই ব্যাপারে আশাবাদী “।

Related posts

‘জিরো’ মুক্তির পর ২০ জনের চিত্রনাট্য ফিরিয়েছেন শাহরুখ

E Zero Point

অনলাইনে আনন্দধারার দশ বছর উদযাপন

E Zero Point

নারীর প্রতি বৈষম্য বিশ্বজুড়েঃ এবার সেই নিয়ে মিউজিক ভিডিও

E Zero Point

মতামত দিন