05/05/2024 : 5:43 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

স্বাধীনতার দিনে পরশপাথরের অমৃতপরশ কর্মসূচী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ১৬ অগাষ্ট, ২০২০:


গতকাল স্বাধীনতা দিবসের শুভ দিনে শুধু পতকা উত্তোলনেই থেমে ছিল না সদ্য জন্ম নেওয়া পরশপাথরের কর্মসূচী। গতকাল কোলসরা গ্রামে বারোয়ারী তলায় পতকা উত্তোলন করা হয় গ্রামের ক্ষুদে বাচ্চাদের নিয়ে। পতকা উত্তোলন করে সংস্থার সদস্যা ও জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার প্রধান সম্পাদক আঞ্জু মনোয়ারা আনসারি। সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন সৌরীন ঘোষ। এরসাথেই বারোয়ারী তলার পাশে চারটি কৃষ্ণচূড়া চারা রোপণ করা হল। অমৃতপরশ কর্মসূচীর মাধ্যমে কোলসরা গ্রামের ৮০ ঘর পরিবারের মধ্যে ৩০টি অতিদুঃস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন অপূর্ব সু, দিলীপ চক্রবর্তী, সৌরীন ঘোষ, অর্ক পাল
মৌসুমি সু, বাসুদেব সু, সুজিত দলুই, সন্দীপ দে, দেবদুলাল বাবু, বাসুদেববাবু প্রমুখ।

সংস্থার পক্ষ থেকে অপূর্ব সু জানান যে, দেহুড়া গ্রামে একজন ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ায় ঐ গ্রামে ১৫ই আগস্টে পূর্বনির্ধারিত অমৃতপরশ ও অমৃতধারা কর্মসূচীর কাজ স্থগিত করা হয়েছে এবং ১৪দিন পর পুনারায় উক্ত গ্রামে এই কর্মসূচী সম্পন্ন করা হবে।

Related posts

গোষ্ঠী সংঘর্ষে এক মৃত‍্যু, ব‍্যাপক উত্তেজনা বর্ধমান শহরে লক্ষীপুর মাঠ এলাকায়

E Zero Point

করোনা সচেতনতামূলক প্রচারে রেড ভলেন্টিয়ার

E Zero Point

সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের ১৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

E Zero Point

মতামত দিন