25/04/2024 : 4:32 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

গোষ্ঠী সংঘর্ষে এক মৃত‍্যু, ব‍্যাপক উত্তেজনা বর্ধমান শহরে লক্ষীপুর মাঠ এলাকায়

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১০ জুনঃ পূর্ব বর্ধমান: করোনা আবহে চলল লকডাউন, আর এর মধ্যে কোনো সংঘর্ষ ও পথ দুর্ঘটনা ঘটেনি, কার্যত আনলক এক হওয়ায় ছন্দে ফিরেছে গোটা ভারতবাসী তথা বাংলা আর এরই মধ্যে গোষ্ঠীর সংঘর্ষে এক যুবকের মৃত‍্যুর ঘটনাকে কেন্দ্র করে ব‍্যাপক উত্তেজনা বর্ধমান শহরের জিটি রোড বাদশাহী রোড এলাকায় । সূত্রের খবর শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে যুবকের মৃত‍্যু এবং পরবর্তী সময়ে তৃণমূল নেতার বাড়িতে ঢুকে ভাঙচুর এর ঘটনা ঘটে । আহত হয়েছেন একাধিক, মৃত যুবকের নাম গৌতম দাস ।

তৃণমূল নেতা বিকাশ মন্ডলের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ভাঙচুর চালালো ক্ষুব্ধ অপর গোষ্ঠী বলে অভিযোগ । বিকাশ মন্ডলকেও মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের । ঘরের ভিতরে ফ্রিজ , আলমারি , অ্যাকোরিয়াম সহ মোটরবাইকেও ভাঙচুর করা হয়েছে । বাড়ির জানলার কাঁচ , দরজা ভেঙে দিয়েছে উত্তেজিতরা । ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে গোটা এলাকায় । জানা গেছে , সন্ধ‍্যা নাগাদ গৌতম দাস নামে তৃণমূলের ই সমর্থক সে বাইকে করে ফিরছিলো । সে সময় বাইকের হাতল কোনভাব কৌশিক নামে এক যুবকের গায়ে লাগে । এই ঘটনাকে ঘিরে শুরু হয় বচসা । তারপরেই ঘটনাস্থলে আসে তৃণমূলেরই আর এক কর্মী রাজনারায়ন সাউ ওরফে বাবুয়া । উত্তপ্ত বাক‍্য বিনিময় এর মাঝেই বেধড়ক মারা হয় গৌতম দাসকে । পরবর্তী সময়ে মারা যায় সে । এরপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা ।

Related posts

ভাতারে সিপিআইএম দলীয় কার্যালয়ের দলীয় পতকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ

E Zero Point

গাছে ঝুলন্ত অবস্থায় যুগলের মৃতদেহ উদ্ধার

E Zero Point

নিম্ন মধ্যবিত্তদের শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে

E Zero Point

মতামত দিন