29/03/2024 : 4:34 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

ভয়েস ফর ভয়েসলেসের মানবিকতায় উদ্ধার বানর শিশু বর্ধমানে

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১০ জুনঃ ফের আবারও এক বাঁদরের বাচ্চা জালে জড়িয়ে আহত, গত ২৩ শে মে জালে জড়িয়ে নৃশংসভাবে মৃত্যু হয়েছিল এক বাঁদরের বাচ্চার ।ঘটনাস্থলে ভয়েস ফর ভয়েসলেস বর্ধমান শহরের এক পশুপ্রেমি সংগঠন তারা সেখানে গিয়ে আর বাঁচাতে সক্ষম হয়নি বাচ্চাটিকে। আবারও সেই একি ঘটনার পুনঃরাবৃত্তি ঘটলো এবার ঘটনাটি ঘটে মঙ্গলবার পূর্ব বর্ধমান শহরে কালনাগেট বনমজ্জিদ এলাকায়। এখানেও ভয়েস ফর ভয়েসলেসের এই সংগঠনের টিম এসে পৌছালে ঘটনাস্থলে আহত অবস্থায় জাল থেকে মুক্ত করে বাঁদরের বাচ্চাটিকে। এই পশুপ্রেমি সংগঠনের একটি টোল ফ্রি নম্বর আছে যেখানে বর্ধমান শহরের টাউন এলাকায় যেকনো প্রান্তে কোনো পশু পাখির বিপদ হলে বর্ধমানের মানুষজন ফোন করলে, তৎক্ষনাৎ ওই এলাকায় পৌঁছে যাবে এই সংগঠন । এদিন ওই টোলফ্রি নম্বরে ওই এলাকার মানুষজন ফোন করে বলে যে একটি বাড়ির ভেতরে অনেক ফুল গাছ, সবজি, এবং ফলের গাছে জাল জরিয়ে আছে এবং সেই জালে জরিয়ে একটি বাঁদরের বাচ্চা আটকে গেছে । তৎক্ষনাৎ ওই সংগঠন ওই কালনাগেট বনমজ্জিদ তলায় যান এবং সেখানে গিয়ে ওই বাঁদ‍রের বাচ্চাটিকে জাল থেকে মুক্ত করে আহত অবস্থায় । ওই বাঁদ‍রের বাচ্চাটিকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় । তারা জানান যে, জানিনা এই বাড়ির ভিতর জালে জরানো বিভিন্ন সবজি ,ফল ,ফুল ,গাছে এই জালে জরিয়ে আরও কতো পশু পাখি মৃত‍্যু এবং আহত হবে ।

Related posts

কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ মেমারি ১ ব্লকে

E Zero Point

দাঁড়িয়ে থাকা বাসের পিছনে বাইকের ধাক্কা – মৃত্যু বাবার, আহত ছেলে

E Zero Point

রোজার উপকারিতা

E Zero Point

মতামত দিন