19/04/2024 : 10:03 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

বহরমপুর ব্লকে – বেহাল রাস্তা নিশ্চুপ পঞ্চায়েত প্রশাসন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, সাটুই, ২২ অগাষ্ট, ২০২০:


রাস্তার পাশেই গ্রামের প্রাথমিক ও জুনিয়র হাই স্কুল সহ একটি এস এস কে দুই সাংসদের তথা সারা গ্রামের চলাচলের প্রধান রাস্তা এটি। কয়েকবার ছিটে ফোটা সংস্কার হলেও সে ভাবে কোনো ব্যাবস্তা নেইনি প্রশাসন।

মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের সাটুই চৌরীগাছা গ্রাম পঞ্চায়েতর অধীনস্ত দুটি গ্রাম সাংসদ যুক্ত পোড়াডাঙ্গা গ্রাম। বহরমপুর – রামনগর ঘাট সড়ক থেকে সোজা ভাগীরথী নদী পর্যন্ত প্রায় নয়শত মিটার দীর্ঘ রাস্তাটি গ্রামের মাঝ বরাবর অবস্থিত হওয়ায় সমগ্র জনবসতির চলাফেরার এক মাত্র ভরসা।
রাস্তার বেশিরভাগ অংশ কাঁচা মাটির হওয়ায় বর্ষা কালে এটি ভয়ঙ্কর রুপ ধারণ করে ফলে জনচলাচল অসুবিধার সাথে সাথে ছোটখাটো দুর্ঘটনা প্রায় ঘটে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।


গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েকবছর ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের কথা পঞ্চায়েত বা জেলা পরিষদ এমনকী পূর্ত দফতরের জানানো হলেও কারো কোনো কোনও হেলদোল নেই।

স্থানীয় বাসিন্দারা আরো জানিয়েছেন, বেশ কয়েক বছর আগে জেলা পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পে কাজ করা হবে বলে জানানো হয়েছিল বটে। কিন্তু তার কোনো কাজ এখনো করা হয়নি।

উঠছে প্রশ্ন, গ্রাম সাংসদদের সদস্য সহ পঞ্চায়েত ও প্রশানের ভূমিকা নিয়ে।

Related posts

বাংলার দুই শহীদ পরিবারপিছু ৫ লক্ষ ক্ষতিপূরণ-চাকরি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

সেরা পুজোঃ সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা, মেমারির মোনালিসার

E Zero Point

শেষ হলো আর একটা জন্মজয়ন্তীঃ নেতাজী ও এক উত্তরহীন প্রশ্ন – কে উত্তর দেবে?

E Zero Point

মতামত দিন