05/05/2024 : 2:02 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গদুর্গাপুরপশ্চিম বর্ধমান

গলায় খাবার আটকে মৃত ঠিকাকর্মী

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, দুর্গাপুর, ১ সেপ্টেম্বর, ২০২০:


পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সোমবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানাত ভেতর একটি ক্যান্টিনে খাবার খেতে যান ঠিকাকর্মী সাবির আলি (৫২)। তিনি পিয়ারসেন বলে একটি কোম্পানিতে কাজ করতেন। আজ সকাল বেলায় তিনি ডিউটিরত অবস্থায় খাবার খেতে ডিএসপি প্ল্যান্টে ঢোকেন। ডিএসপির ক্যান্টিনে খাবার খাওয়ার সময় আচমকাই তার গলায় খাবার আটকে জ্ঞান হারান তিনি। এরপর তাকে তড়িঘড়ি প্ল্যান্টের মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরেও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ইস্পাত কারখানার মেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার ওপর কয়েকটি ওষুধ প্রয়োগ করেন। কিন্তু তাতেও তার শরীরের অবনতি হতে থাকে। এরপরেই তার শরীরের পালস না পেয়ে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Related posts

মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন ভাতারে

E Zero Point

মায়ের হাতে খুন ছেলে

E Zero Point

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ

E Zero Point

মতামত দিন