29/03/2024 : 10:36 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারির বিভিন্ন স্থানে বামপন্থীদের শহীদ দিবস পালন

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১ সেপ্টেম্বর ২০২০:


খাদ্যের দাবিতে–খাদ্য আন্দোলন সংগঠিত হয়েছিল ৩১শে আগস্ট ১৯৫৯সালে।  সেই সময় রাজ্যে জুড়ে তীব্র খাদ্য সংকটের ফলে রাজ্যের গরিব সাধারণ মানুষের খাদ্যাভাবে দিন কাটাতো। খাদ্যের দাবিতে রাজ্যে জুড়ে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল বামপন্থীরা।   সেই ঐতিহাসিক দিনটি আজও প্রাসঙ্গিক তাই ১৯৫৯ সালে খাদ্য আন্দোলনে বীর শহীদদের স্মরণে  মেমারির বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করা হয় বামপন্থীদের পক্ষ থেকে।

মেমারি ১ পশ্চিম আঞ্চলিক কমিটি মহেশডাঙ্গা শাখার পক্ষ থেকে বহেড়া গ্রামে ও মহেশডাঙ্গা ক্যাম্প দক্ষিন পার শাখা অফিসে পতকা উত্তোলন কর্মসূচী  করা হয় এলাকার বামনেতাদের পক্ষ থেকে।

অন্যদিকে মেমারি দক্ষিন-৪ শাখার পক্ষ থেকে মাঠপাড়া এলাকায় খাদ‍্য আন্দোলনের শহীদ  পতাকা উত্তোলন করা হয়।

Related posts

রায়নার মিলন সেতুর ভাঙ্গন পরিস্থিতিঃ আধিকারিক পরিদর্শন

E Zero Point

সংবাদ মাধ্যমের নতুন যুগ, ডিজিটাল মিডিয়া

E Zero Point

শক্তিগড় যুব গোষ্ঠী ক্লাবের উদ্যোগে কমিউনিটি কিচেন

E Zero Point

মতামত দিন