18/04/2024 : 9:00 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

প্রয়াস সেবাঙ্কুর সংস্থা দ্বারা কালনায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার, কালনা, ২৬ জুলাইঃ


আজ পূর্ব বর্ধমান জেলার কালনা-১ ব্লকের সুলতানপুর গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াস সেবাঙ্কুর বিগত বছরের ন্যায় এবার ও পরিবেশের কথা মাথায় রেখে সুলতানপুর সহ আশেপাশের এলাকায় ৩৫০ এর ও বেশী মূল্যবান গাছের চারা বিনামূল্যে প্রদান করলো।

সংস্থার সম্পাদক অঞ্জন গোস্বামী জানান যে, বর্তমানে করোনার ভয়াবহতায় সমস্ত রকম সচেতনতা মেনেই এই কর্মসূচি অনুষ্ঠিত করা হয়েছে এবং মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ বাড়ানোর জন্য নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ – সবথেকে ভালো গাছের পরিচর্যাকারীর জন্য বছরের শেষে থাকছে বিশেষ পুরস্কার। বছরের প্রথম থেকেই নানা জায়গায় দাবানলে অনেক বনভূমি ধ্বংস হয়ে গেছে। তাই পরিবেশের কথা মাথায় রেখেই তাদের এই প্রচেষ্টা।

প্রসঙ্গগত উল্লেখ্য সারাবছর ধরেই প্রয়াস সেবাঙ্কুর দুস্থদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, শিশুশিক্ষা প্রদান সহ নানান সমাজকল্যাণমূলক কাজ করে থাকে। সমাজে দুস্থদের পাশে থাকাই তাদের কর্মকান্ডের মূল মন্ত্র।

Related posts

রেলের উচ্ছেদ অভিযানঃ মেমারিতে বিপাকে স্টেশন চত্বরের বাসিন্দা ও ব্যবসায়ীরা

E Zero Point

মেমারি পৌরসভার ৫ নং ওয়ার্ডে সিপিআইএম পার্টির কর্মী সচেতন কর্মসূচী

E Zero Point

পদব্রজে সারা ভারতে করোনা নিয়ে সচেতনতা প্রচার

E Zero Point

মতামত দিন