05/05/2024 : 6:32 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

মন্তেশ্বরে করোনা আবহে বন্ধ মহরমের লাঠিখেলা ও তাজিয়া

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মন্তেশ্বর, ৩১ অগাষ্ট ২০২০:


মন্তেশ্বর ব্লকের রাইগ্রামে মহরম এইবার করোনা আবহে জন্য বন্ধ ইসলামিক বর্ষপঞ্জির প্রথম মাস কে এবং পবিত্র মাসগুলির মধ্যে একটি অন্যতম মাস মহরম |
মহরমের দিন, সকাল বা সন্ধ্যায় হসেনের মৃত্যুর শোক পালন করেন মুসলিম সমপ্রদায়ের মানুষ |
ধর্মপ্রান মুসলিম মানুষ এই দিনে বিষের ভাবে নামাজ ও কোরান পাঠ দরিদ্র আসহায়দের দান করেন |
প্রায় কয়েকশো বছর ধরে হয়ে আসা মহরমের জুুলুস করোনা আবহে বন্ধ থাকলো রাইগ্রাম সহ বিভিন্ন গ্রামের মহরম মামুদপুর, তৈয়দপুর, বলিয়ারপুর, পুরুনিয়া, বরুনা, ফকিরডাঙ্গা, মিরগাহার সহ বিভিন্ন গ্রামে |
রাইগ্রাম লাঠি খেলা দেখতে বহুদূর দূরান্তে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসে রাইগ্রামের মহরম দেখতে |
মহরমে ঘিরে বসে মেলা, চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান | থাকে পুলিশের নিরাপত্তা রাইগ্রাম হাট তলা প্রতিবছর মহরম ঘিরে বিভিন্ন সম্প্রদায়ের হাজার,হাজার মানুষের ভিড় করে থাকে লাঠিখেলা ও তাজিয়া দেখার জন্য করোনা জন্য সব বন্ধ এইবছর ফাকা হাটতলা প্রতিটি বছর প্রত্যেকটি বাড়িতে মহরম দেখতে আসে আত্মীয় স্বজন করোনা আবহে বেরোবে না তাজিয়া, হবেনা লাঠি খেলা করোনা আবহে সব বন্ধ | তাই মন খারাপ এলাকার সমস্ত মানুষের।

Related posts

অঙ্ক পরীক্ষার দিন ঘটে গেল বড়ো বিপদ পূর্ব বর্ধমানে

E Zero Point

বাড়িতে খননকার্য চলার সময় গুপ্তধন ধনের হদিশ

E Zero Point

জেনে নিন দোকান খোলা বন্ধ নিয়ে কি বললেন মেমারি পৌরপ্রশাসক

E Zero Point

মতামত দিন