28/04/2024 : 5:22 AM
আমার বাংলাপূর্ব বর্ধমান

অসহায় বৃদ্ধার পাশে তৃণমূল ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের যোদ্ধারা

জিরো পয়েন্ট নিউজ –  অতনু ঘোষ, মেমারি, ৩০ অগাষ্ট, ২০২০:


নিম্নচাপের জেরে বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি ছিল। বেশকিছু জেলার বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কোথাও কোথাও বৃষ্টির জমা জল নদীর আকার নিয়েছে, আবার কোথাও গোড়ালি ডোবা জলে ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। বৃষ্টির জমা জল থেকে রেহাই পেতে পুরসভার দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। বৃষ্টির জমা জল ঘরবাড়ি পর্যন্ত ঢুকে গিয়েছে ফলে বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবও বৃদ্ধি পেয়েছে। এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট ১১ নম্বর ওয়ার্ডের সমাজ বাটি পাড়ার বৃদ্ধা পদ্মা দাস। ভারী বৃষ্টির ফলে বাড়ির পাশের পুকুরের জল তার বাড়ীর ভেতর ঢুকে যায়। স্বামী শান্তি দাস বর্তমানে মৃত। পুকুরের জল তার বাড়িতে ঢুকে যাওয়ায় তিনি খুবই অসহায় হয়ে পড়েছিলেন। অবশেষে এই খবর ছড়িয়ে পড়তেই পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের উপদেষ্টা তথা তৃণমূল যুব কংগ্রেসের সদস্য সুমন দাস সহ দাঁইহাটের তৃণমূল যুব কংগ্রেসের যুব যোদ্ধাদের উদ্যোগে ওই বৃদ্ধাকে উদ্ধার করে দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয় এবং পরে এক দলীয় কর্মীর বাড়িতে আশ্রয় দেয়া হয়। বিগত দুইদিন ওই বাড়িতেই ছিলেন বৃদ্ধা পদ্মা দাস। আজ সেই বৃদ্ধকে উদ্ধারকারী যুব যোদ্ধাদের উদ্যোগে উনার বাড়ি নদীয়া জেলার নবদ্বীপে পৌঁছে দেয়া হয় গাড়ি ভাড়া করে। স্বভাবতই সুমন দাস ও তার সহকারীর উপর যোদ্ধাদের এহেন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

Related posts

মৎস্য ব্যবসায়ীদের মোটরসাইকেল প্রদান

E Zero Point

ভাতার স্টেট জেনারেল হসপিটালে করোনার টিকাকরন শুরু

E Zero Point

মঙ্গলকোটে আবার দুর্ঘটনা, মৃত ১

E Zero Point

মতামত দিন