05/05/2024 : 4:34 PM
আমার বাংলা

ঠাকুরনগরে বাম ছাত্র- যুবদের রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ৩০ অগাষ্ট, ২০২০:


করোনার আবহে সারা রাজ্য জুড়ে যখন রক্তের সংকট সেই সংকট মোচনে এগিয়ে এলো বামপন্থী ছাত্র ও যুব সংগঠন এসএফআইও ডিওয়াইএফআইয়ের ঠাকুরনগর শাখা।ঠাকুরনগর বাজারে এসএফআই ও ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এক রক্তদান শিবিরে ৬২ জন রক্ত দান করেন।রক্তদান শিবিরকে ঘিরে ছাত্র-যুবদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়।পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন হয়।দুই সংগঠনের পতাকা উত্তোলন করেন নেতৃত্ব সুভাষ দাস ও প্রিয়াঙ্কা দাস।শহীদ বেদীতে মাল্যদান করেন গণ আন্দোলনের নেতৃত্ব রমেন আঢ্য সত্য কপাট, অনুপম বিশ্বাস,স্বপন ঘোষ,শ্যামাপ্রসাদ সমাদ্দার,ড. অসীম বালা,অশোক পাল,দুলাল সরকার প্রমুখ।আনুষ্ঠানিকভাবে রক্তদান শিবিরের উদ্বোধন করেন ডিওয়াইএফআইয়ের রাজ্য কমিটির সদস্য সফিকুল সরদার।এছাড়া এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রাতুল তরফদার,সপ্তর্ষি দেব,অঙ্কিতা দত্তচৌধুরী,সুস্মিতা চক্রবর্তী,মানষ ঘোষ,শংকর বর্মন অনুপম সরকার প্রমুখ। এসএফআইয়ের পক্ষে উপস্থিত ছিলেন এসএফআইয়ের জেলা সম্পাদক রানা রায়,সম্পাদক মন্ডলীর সদস্য রীতেশ ঘোষ, সন্দীপ সরকার।বক্তারা বর্তমান পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যপরিষেবা পুরোপুরি ভেঙ্গে পড়েছে বলে অভিযোগ করেন এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের করোনা মোকাবেলায় সীমাহীন অযোগ্যতার প্রতি তীব্র কটাক্ষ করেন।বর্তমান সময়ে রক্তদানের উপযোগিতা সম্পর্কে তারা মানুষকে সচেতন করেন।

Related posts

বর্ধমান শহরে ২৯৮, জেলায় ৮৪৫ জন করোনা আক্রান্ত

E Zero Point

‘দুয়ারে ভ্যাকসিন’ প্রকল্পের সুযোগ পেল গুসকরাবাসী

E Zero Point

মেমারিতে মহিলা পঞ্চায়েত সদস্যাকে কটুক্তি, আপত্তিকর শব্দঃ গ্রেপ্তার ১

E Zero Point

মতামত দিন