23/04/2024 : 9:12 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গবীরভূম

প্রকৃতি ও মানব -জীবনের অটুট বন্ধনের সাক্ষী রাখী বন্ধন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বীরভূম, ২৬ অগাষ্ট ২০২১:


রাখী বন্ধন শুধু মাত্র ভাই-বোন কিংবা সম্প্রীতির বন্ধনই নয় রাখী বন্ধন যে প্রকৃতি ও মানব -জীবনের অটুট বন্ধন সে কথা স্মরণ করে বৃক্ষকেও রাখী পরানো হচ্ছে। মানব ও জীবকূলকে রক্ষা করার যে দায়িত্ব বৃক্ষকূল নিয়েছে তার প্রতি সম্মান জানালো শান্তিনিকেতন সবুজ সংকল্প সোসাইটির সদস্যরা।

রবিবার শান্তিনিকেতন সবুজ সংকল্প সোসাইটির পক্ষ থেকে ১১ মাইল গুসকরা রোডে বৃক্ষরোপণ ও রাখিবন্ধন কর্মসূচি পালন করা হলো ৷ উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান (আদুরিয়া) ও পশ্চিম বর্ধমান (রঘুনাথপুর ) বনাঞ্চলের বীট সাহেব দ্বয়। ১১ মাইল ও বিল পাড়া ক্লাবের বেশ কয়েকজন সদস্য বৃন্দ ৷

সকলের উপস্থিতিতে আম, কাঁঠাল, কদম, রিঠা, বট, কৃষ্ণচূড়া, তেঁতুল , অশ্বত্থ আমড়া প্রভৃতি চারা প্রায় ২০০ এর অধিক বৃক্ষ রোপণ করা হয়েছে ৷ সেই সঙ্গে খেজুর দেবদারু, ও বহেড়া বীজ বপন করা হয়েছে ৷

সমগ্র কর্মসূচীতে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন সবুজ সংকল্প সোসাইটির সদস্যবৃন্দ-মাধব চন্দ্র হাওলাদার, ড: দেবব্রত কুনুই, সমরেশ মেটে, হৃদয কুমার মেটে,পারমিতা চৌধুরী, দিব্যেন্দু চন্দ্র, সৌহার্দ্য চন্দ্র, সায়ন্তন গড়াই, ‘ বিশ্বজিৎ সরকার , প্রিয়ব্রত মালিক , উমাপদ মেটে |

এছাড়াও উপস্থিত ছিলেন – পূর্ববর্ধমান আদুরিয়া বর্নাঞ্চলের বীট অফিসার – আসরাফুল ইসলাম, পশ্চিমবর্ধমান বসুধা বনাঞ্চলের বীট অফিসার – রাজীব সাঁতরা৷ বিলপাড়া নবীন সংঘ ক্লাবের সদস্য নিলয় বিশ্বাস, রাহুল কীর্তনীয়া ৷ ১১ মাইল নেতাজী সংঘ ক্লাবের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন – মৃত্যুঞ্জয় বালা ও লাল্টু মৈত্র ৷

Related posts

বৈঁচিতে প্যাকেটজাত মুরগির মাংস প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধন

E Zero Point

বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

E Zero Point

প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে মেমারির রাস্তায় পরে থাকা প্লাস্টিক সাফাই

E Zero Point

মতামত দিন