29/04/2024 : 12:18 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপুরুলিয়া

পুরুলিয়ার জঙ্গলমহল থেকে বিদায় নিল নাগা বাহিনী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, পুরুলিয়া, ১ সেপ্টেম্বর, ২০২০:


প্রায় দশ’বছর আগে পাহাড় অরণ্য সঙ্কুল পুরুলিয়ার অযোধ্যা এলাকায় মাওবাদী দমনের জন্য নিয়োগ করা হয় এই বিশেষ বাহিনীকে। তারপর থেকে পুরুলিয়ার জঙ্গলমহলে মাওবাদী দমনে বিশেষ ভূমিকা পালন করেছিল এই বাহিনী। তবে গত আট’বছর পুরুলিয়া জেলায় সেভাবে মাওবাদী কার্যকলাপ না থাকায় ধীরে ধীরে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কমানো হতে থাকে। অবশেষে বিদায় নিল নাগা বাহিনীও।

পুরুলিয়া জেলায় ছয়’কোম্পানি নাগাল্যান্ড আর্মড পুলিশ নিযুক্ত ছিল। আজ পুরুলিয়া স্টেশন থেকে বিশেষ ট্রেনে চেপে তাঁরা নিজেদের রাজ্যে ফিরে যান। জেলা পুলিশ সুপার এস সিলভামুরুগান এই খবর নিশ্চিত করে বলেন, এতে নিরাপত্তা ব্যবস্থার কোন সমস্যা হবে না। যেখানে নাগাবাহিনী ছিল সেখানে নতুন বাহিনী নিয়োগ করা হবে তিনি জানান।

Related posts

শ্রীধরপুর সমবায়ঃ ভোটে বাম বিজেপির মধ্যে সমঝোতার দাবী তৃণমূলের

E Zero Point

প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহাত ৬

E Zero Point

রাজ্যে ব্যাঙ্ক-বাজারের সময় বদল, করোনা নিয়ে বৈঠকে কি জানালেন মুখ্যমন্ত্রী

E Zero Point

মতামত দিন