28/03/2024 : 10:44 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বৈদ্যপুরে ডিওয়াইএফআই-এর রক্তদান শিবির

আলেক শেখ, কালনাঃ প্রতিকৃতিতে মাল্যদান, রক্তদান শিবির,  সংক্ষিপ্ত  ভাষণের   মধ্য দিয়ে  বুধবার পালিত হয়  প্রয়াত জ্যোতি  বোসের জন্মদিন ও প্রয়াত বিশ্বরূপ ব্যানার্জির প্রয়ান দিবস।      ডিওয়াইএফআই-এর   কালনা-২ এরিয়া  কমিটির    উদ্যোগে  এদিন   বৈদ্যপুরে  স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত  হয়।   এই  শিবিরে ২ জন যুবতী  সহ  ৫২ জন স্বেচ্ছায়  রক্তদান করেন।  অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন  গণতান্ত্রিক আন্দোলনের নেতা ডাঃ গৌরাঙ্গ গোস্বামী। অন্যান্যদের উপস্থিত ছিলেন– যুবনেতা অয়নাংশু সরকার,   সুধীর ঘটক , মহম্মদ শাহ, সনাতন টুডু,    নবকুমার বাগ প্রমুখ | উদ্বোধনি সভায় বক্তারা বলেন– পুঁজিবাদের আগ্রাসন প্রতিদিন বাড়ছে।  পুঁজিপতিদের দালাল কেন্দ্রীয় শাসক দল  সেই আগ্রাসনে সাহায্য করছে। তাই  রেল, বীমা, ব্যাংকের মতো সরকারি সংস্থাগুলি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে।   ফলে গরিব মানুষের শোষন ক্রমবর্ধমান।  তাদের দুর্দশা আজ চরম মাত্রায় পৌঁছেছে।  স্বাভাবিক কারনেই গরিব মানুষের ক্ষোভও বাড়ছে।  আর  সেই গরীব মানুষের  ক্ষোভকে চাপা দিতে সাম্প্রদায়িকতার তাস খেলা হচ্ছে।  বিভাজনের মাধ্যমে গরীব মেহনতি মানুষের ঐক্য ভেঙে দিয়ে দুর্বল করে  দেওয়ার চেষ্টা  হচ্ছে। যাতে শাসকের বিরুদ্ধে কেউ মাথা  তুলতে না পারে। তাই সময় এসেছে  সাম্প্রদায়িকতার  বিষ ঝেড়ে ফেলে   অধিকার আদায়ের আন্দোলনে সব গরিব মানুষকে  ঐক্যবদ্ধ ভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।

Related posts

মঙ্গলকোটে রেশনের চাল দুর্নীতির ঘটনায় গ্রেপ্তার ২

E Zero Point

করোনা সচেতনতায় মাইক প্রচার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের

E Zero Point

রক্ষা কালী পুজোয় অন্নকূটে ভক্তদের ঢল

E Zero Point

মতামত দিন