26/04/2024 : 10:40 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সিপিএইএম পার্টি সদস্যের বিনয়কৃষ্ণ প্রামানিকের জীবনাবসান সাতগেছিয়ায়

আলেক শেখ, কালনাঃ  সিপিএইএমের কালনা-২ এরিয়া কমিটির সাতগাছিয়া-১ শাখার পার্টি সদস্য বিনয়কৃষ্ণ প্রামানিকের (৬৩)  জীবনাবসান হয়েছে।  মঙ্গলবার রাত্রি ৮ টা  নাগাদ পূর্ব সাতগাছিয়ার   শতপটি সাহাপাড়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গেই  কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে  যাওয়ার চেষ্টা করা হয়।  কিন্তু মাঝপথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  খবর পেয়ে পার্টি নেতা কর্মীরা  তার বাড়িতে ছুটে আসেন।  তাঁকে  পুষ্পস্তবক দিয়ে শেষশ্রদ্ধা জানান– পার্টিনেতা  রঞ্জিত রায়, মহম্মদ শা ,  প্রণব রায়, নবকুমার বাগ, আজিজ শেখ প্রমুখ। এদিন এক শোকবার্তায় প্রবীণ  পার্টিনেতা রনজিৎ রায় বলেন–   আমরা হারালাম আমাদের একনিষ্ঠ এক পার্টিকর্মীকে।   মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা মর্তমান।  কৃষক আন্দোলনের মধ্য দিয়ে তিনি পার্টির সংস্পর্শে আসেন।  ১৯৮৫ সালে পার্টি সদস্যপদ লাভ করার পর তিনি  আমৃত্যু তিনি সেই পদেই আসীন ছিলেন।  ২০১১ সালে পালাবদলের পর  বিনয়কৃষ্ণ প্রামানিকের  উপর আক্রমন নেমে আসে।  সিপিআইএমের লেখা দেওয়াল বাধ্য করা  হয় তাঁকে  দিয়ে  মোছা করাতে।  সেই সময় চাপে পড়ে  দেয়াল লিখন মুছে দিতে বাধ্য  হলেও তিনি  তৃণমূলের কাছে কোনদিন মাথা নত করেননি।  যখনই সুযোগ পেয়েছেন  সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার  চেষ্টা করেছেন।

Related posts

তৃনমূলের বঙ্গধ্বনি যাত্রার মহা মিছিল মেমারিতে

E Zero Point

কান্দি পৌরসভার প্রাক্তন পৌর পিতা গৌতম রায়ের আরোগ্য কামনায় পুজো

E Zero Point

তৃণমূলে ফিরছেন সাংসদ সুনীল মন্ডল? তৃণমূল কংগ্রেস কর্মীরা কোন চোখে দেখবেন?

E Zero Point

মতামত দিন