24/03/2025 : 5:12 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি থেকে নাবালিকাকে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২০ ডিসেম্বর ২০২২:


পূর্ব বর্ধমান জেলার মেমারি থেকে এক নাবালিকাকে ফুঁসললিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে মেমারি থানার অন্তর্গত আউসা গ্রাম থেকে গ্রেফতার এক যুবক। পুলিশ সূত্রে জানা যায় গত ১৫ ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি শহর থেকে এক নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে এক যুবকের বিরুদ্ধে। নাবালিকার পরিবার ১৮ ডিসেম্বর মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মেমারি থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর রাতে পালসিট স্টেশন পাড়া সংলগ্ন এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম তুফান খাঁ (২২), বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত আউসা মাঝের পাড়া সংলগ্ন এলাকায়। ধৃত যুবককে মঙ্গলবার সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ। আদালতের মহামান্য বিচারক যুবককে বিচারের পর জামিন দিয়েছেন।

Related posts

চাষীদের সুবিধা ও অসুবিধা কথা শুনলেন তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার

E Zero Point

বিকশিত ভারত মোদির গ্যারান্টি ভ্রাম্যমান ভিডিও ভ্যান ঘুরবে জেলাজুড়ে

E Zero Point

জীবন পাল্টাচ্ছে মহিষবাথানের মুখা শিল্পের

E Zero Point

মতামত দিন