জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৪ মার্চ ২০২২:
চোর সন্দেহে মেমারিতে গ্রেফতার এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম মুকলি দাস। বাড়ি সাতগেছিয়ায়। গতকাল রাতে সাতগেছিয়া এলাকার মুন্সীডাঙ্গায় সন্দেহজনকভাবে ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়।
গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ আদালতে পেশ করে।