জিরো পয়েন্ট নিউজ,জামালপুর, ১ জানুয়ারি ২০২৩:
জামালপুরে ব্লক তৃণমূল দলীয় কার্যালয়ে মহা সমারোহে তৃণমূল কংগ্রেসের জন্মদিবস পালন করা হলো। দেখতে দেখতে পেরিয়ে গেছে পঁচিশ টা বছর। আজকের দিনেই 1998 সালে প্রতিষ্ঠা হয়েছিল তৃণমূল কংগ্রেস।
সেই দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে আজ রাজ্যে ক্ষমতায়। দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, আই এন টি টি ইউ সির সভাপতি তাবারক আলী মন্ডল সহ দলের সকল শাখা সংগঠনের সভাপতিরা। দলীয় পতাকার সাথে আই এন টি টি ইউ সি র পতাকাও উত্তোলিত হয়। নতুন বছরের ও দলের জন্মদিন উপলক্ষ্যে সকল কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃত্ব।