09/05/2024 : 1:13 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

তৃণমূল ও গ্রামবাসী সংঘর্ষ, আহত-৬

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ১ সেপ্টেম্বর ২০২০:


একটি গ্রামের রাস্তা তৈরিকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কিছু গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ হয়।  এই ঘটনায় ৬ জন তৃণমূল নেতাকর্মী আহত হয়।  ঘটনাটি ঘটে মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ কালনা দু’নম্বর ব্লকের আনুখাল গ্রাম পঞ্চায়েতের কদম্বা গ্রামে। আহতদের কালনা মহাকুমা হাসপাতালে নিয়ে  গিয়ে ভর্তি করা হয়।  আহতরা হলেন হোসেন আলী শেখ, বশির শেখ, আক্কাস শেখ, মতিন মন্ডল, মইরম মন্ডল এবং শামসুল আলী মন্ডল।  হোসেন আলী শেখ ও শামসুল আলী মন্ডল যথাক্রমে কদম্বা গ্রামের পঞ্চায়েত সদস্য ও  তৃণমূলের বুথ সভাপতি। পঞ্চায়েত সদস্য হোসেন আলী শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কালনা থেকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।  ঘটনার বিবরণে জানা যায় এই গ্রামে একটি ঢালাই রাস্তা করার সিদ্ধান্ত নেওয়া হয় গ্রাম পঞ্চায়েত থেকে।  রাস্তাটি করতে গিয়ে দেখা যায় রাস্তার কিছুটা অংশ দখল করে প্রাচীর দেওয়া হয়েছে।  গ্রামের কিছু মানুষ দাবি তোলেন প্রাচীর সড়িয়ে দিয়ে রাস্তা নির্মাণ করা হোক।  কিন্তু গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তারা সেই দাবি না মেনে যেটুকু রাস্তা আছে তার উপরেই ঢালাই রাস্তা নির্মাণ করার কথা বলেন। এই নিয়ে দুই তরফের  বিবাদ সূত্রপাত।  মঙ্গলবার সকালে উল্লেখিত রাস্তা নির্মাণের বালি ও পাথর পড়লে দুই তরফের মধ্যে সংঘর্ষ শুরু হয়।  তৃণমূলের কালনা ২ ব্লক সভাপতি প্রণব রায় বলেন ১০০ বছর আগে ওই রাস্তা দখল হয়ে বাড়ি হয়ে গেছে।  এখন কি সেই বাড়ি ভাঙ্গা সম্ভব ?  দাবি করার তো একটা সীমা থাকে ?  কালনার এক পুলিশ অফিসার জানান– এই ঘটনার তদন্ত চলছে ।  এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Related posts

বিয়ে মিটিয়েই মাঝ রাতে নবদম্পরাতি দৌড় ২৫কিমি

E Zero Point

গুসকরায় পথ নাটিকার মাধ্যমে তৃণমূলের প্রচার

E Zero Point

মনুষ্যত্বের কি আর লকডাউন হয়? মানবতার টানে, ভয় নেই রক্ত দানে

E Zero Point

মতামত দিন