29/09/2023 : 12:46 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

নিয়ন্ত্রন হারিয়ে বাস উল্টে গেলো ভাতারে

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ৩ সেপ্টেম্বর ২০২১:


শুক্রবার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার খড়ি ব্রিজের সংলগ্ন বর্ধমান কাটোয়া রোডে মেমারি নতুনহাট রোডের উপর ধান জমিতে একটি বাস উল্টে যায় । বাসটির চালকেরের বক্তব্য অনুসারে এই বাসে কোন প্যাসেঞ্জার ছিল না ড্রাইভার এবং খালাসী সহ ৪ জন ছিল। তাদের মধ্যে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ধান জমিতে উল্টে যায় বলে জানা যায় বলে জানান চালক।ভাতার থানার পুলিশ এসে দু’টি ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে ভাতার থানায় নিয়ে যায় পুলিশ ।



Related posts

বিজেপির মেমারি থানা ঘেরাও

E Zero Point

খণ্ডঘোষে দুয়ারে সরকার প্রকল্পের অনুষ্ঠান

E Zero Point

বিশ্ব নবী দিবস পালনে মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

মতামত দিন