11/12/2024 : 8:05 AM
আমার বাংলা

শোয়ার ঘর থেকে এক বেসরকারি হাসপাতালের কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ–সুমিত ঘোষ, মালদা,১৭ ডিসেম্বর ২০২২:


-শোয়ার ঘর থেকে এক বেসরকারি হাসপাতালের কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে কে ঘিরে চাঞ্চল্য মালদা শহরের সারদা পল্লী এলাকায়। মৃতদেহ দেহ আনা হল ময়নাতদন্তে মালদা মেডিকেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মৃত অস্থায়ী কর্মীর নাম অসিম দাস বয়স (৬২) বছর। পরিবারে রয়েছে স্ত্রী জোৎস্না দাস।এক ছেলে ও এক মেয়ে।

পরিবার সূত্রে আরও জানা যায় মালদা মেডিকেলে বিগত কয়েক বছর ধরে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন। শারীরিক অসুস্থতা কারনে তিনি বাড়িতেই থাকতেন। মৃতের এক আত্মীয় জানান অন্যান্য দিনের মতো গতকাল রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। হঠাৎই পরিবারের সদস্যরা আজ সকালে দেখতে পান তার ঘরে ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাচলে পৌঁছা ইংরেজবাজার থানার পুলিশ।

মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আনা হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত অস্থায়ী কর্মীর পরিবারসহ ওটা এলাকায়।

Related posts

কৃষক বন্ধু প্রোগ্রামে কৃষ্ণ ঘোষ

E Zero Point

গুসকরা পৌর নির্বাচন পাখির চোখঃ তৃণমূলের কর্মী সম্মেলন

E Zero Point

পূর্ব বর্ধমানে করোনা সংক্রমণ একদিনে ২২১, পরিস্থিতি উদ্বেগজনক

E Zero Point

মতামত দিন