17/02/2025 : 3:05 AM
আমার বাংলা

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক আলোচনা চক্র

জিরো পয়েন্ট নিউজ–সুমিত ঘোষ, মালদা,১৭ ডিসেম্বর ২০২২:


গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক আলোচনা চক্র। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় কক্ষে দু’দিনব্যাপী এই আলোচনা চক্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বুধবার সকালে।

না যায় এই আন্তর্জাতিক আলোচনা চক্রের মূল বিষয় ছিল সাধ্য শতবর্ষে সাধারন রঙ্গালয়। বাংলাদেশ সহ দেশ-বিদেশের অধ্যাপক এবং গবেষকরা উপস্থিত হয়েছিলেন এই আলোচনা চক্রে। এছাড়াও উপস্থিত ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী,বাংলা বিভাগের প্রধান সাধন কুমার সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

Related posts

জনদরদী নেতা সুপ্রিয় সামন্ত করোনামুক্ত

E Zero Point

৪৬ তম বর্ধমান বইমেলার উদ্বোধন

E Zero Point

বামপন্থী ছাত্র যুবদের উদ্যোগে পাঁচপোতা বাজারে স্যানিটাইজাইশন ও সাধারণ স্বাস্থ্যবিধি পরীক্ষা

E Zero Point

মতামত দিন