জিরো পয়েন্ট নিউজ–সুমিত ঘোষ, মালদা,১৭ ডিসেম্বর ২০২২:
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এইচ আই ভি নিয়ে মুশিদাবাদের আলকাপ গানের মধ্যে দিয়ে এক সচেতনতা পথনাটিকা অনুষ্ঠিত হল। বুধবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয় এই পথনাটিকা।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে প্রতিটা জেলায় হাসপাতাল এবং ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলিতে অনুষ্ঠিত হচ্ছে এই সচেতনতা মূলক পথনাটিকা। তারই অঙ্গ হিসাবে এদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মুর্শিদাবাদের আলকাপ গানের মধ্যে দিয়ে এই সচেতনতা পথনাটিকা অনুষ্ঠিত হয়।