02/12/2023 : 10:37 PM
খেলা

ডিউজ ক্রিকেট লিগ প্রতিযোগিতার

জিরো পয়েন্ট নিউজ, পূর্ব বর্ধমান, ১৭ ডিসেম্বর ২০২২:


স্বর্গীয় নিমাই চন্দ্র দাস ও স্বর্গীয় শিবদাস গুপ্ত স্মৃতি আন্তঃজেলা T -20 ডিউজ ক্রিকেট লিগ প্রতিযোগিতার পঞ্চম বর্ষের দ্বিতীয় খেলাটি মুখোমুখি হয় রামপুর শুটিং স্টার্স বনাম ইলামবাজার ক্রিকেট এ্যাকাডেমি, টসে জিতে রামপুর ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৯৯ রান করে ,জবাবে ইলামবাজার ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান করে এবং রামপুর ৩৯ রানে জয় লাভ করে ।


ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কৌশিক দেব যিনি ব্যাট হাতে ২১ বলে ৪১ রান এবং ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ১ টি মূল্যবান উইকেট নেন বলে জানান সংস্থার সম্পাদক সৌগত গুপ্ত।

Related posts

আদিবাসী মেয়ে ও মেমারির আর্চারী কোচের ব্রোঞ্জ ও সোনা জয়

E Zero Point

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় মারের

E Zero Point

ইস্ট বেঙ্গল ক্লাব এর নতুন ইনভেস্টর সিমেন্টের, আইএসএল খেলবে ইস্টবেঙ্গল

E Zero Point

মতামত দিন