জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৪ ডিসেম্বর ২০২৪ :
দিব্যাং ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের বর্ধমান ২ ব্লকের বিএফসিসি মাঠে। আয়োজনে ওয়েষ্টবেঙ্গল দিব্যাং ক্রিকেট অ্যাসোসিয়েশন, সহযোগিতায় বিএফসিসি ক্লাব। বুধবার টসে জিতে উত্তরপ্রদেশ দিব্যাং অ্যাসোসিয়েশন ফিল্ডিং নেয়। ওয়েষ্ট বেঙ্গল দিব্যাং অ্যাসোসিয়েশন প্রথমে ব্যাট করে ২০ওভারে ৪ উইকেটে ২৪৮ রান সংগ্রহ করে, অঙ্কিত ঘোষ ৭৬ রান ও সমর বিশ্বাস ৫ উইকেট সংগ্রহ করে।
পরিবর্তে উত্তর প্রদেশ দিব্যাং অ্যাসোসিয়েশন ১৭ ওভারে ১০ উইকেটে ১১০ রান সংগ্রহ করে, রাজকুমার ১৮ রান ও ২ উইকেট নেয়।ওয়েষ্ট বেঙ্গল দিব্যাং অ্যাসোসিয়েশন ১৩৮ রানে জয়ী হয়।আয়োজক সংস্থার সম্পাদক অভিজিৎ বিশ্বাস জানান, জয়ী দলের অঙ্কিত ঘোষ খেলার সেরা নির্বাচিত হয়।উপস্থিত ছিলেন, প্রধান রমেশ চন্দ্র সরকার, প্রাক্তন খেলোয়াড় মহম্মদ সিরাজউদ্দিন, পিন্টু পাল।