07/05/2025 : 12:17 AM
আইপিএল2020ক্রিকেটখেলা

হরভজনও আইপিএল ‘খেলছেন না’

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর, ২০২০:


সুরেশ রায়না, লাসিথ মালিঙ্গার পর এবার আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার হরভজন সিং।

শুক্রবার ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, ব্যক্তিগত কারণে দেখিয়ে সরে দাঁড়িয়েছেন এই স্পিনার।

দীর্ঘদিন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলার পর গত বছর চেন্নাইয়ে যোগ দেন ভাজ্জি। ক্রিকেটের পাশাপাশি ধারাভাষ্যকারের কাজও করছেন তিনি। এবার হলুদ জার্সিতেই খেলার কথা ছিল তার।

কিন্তু টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ এগিয়ে আসলেও প্রথমে চেন্নাইয়ে দলের প্রস্তুতি শিবিরে এবং পরে দুবাইয়ে দলের সঙ্গে যোগ না দেওয়ায় তাকে নিয়ে জল্পনা শুরু হয়। আর শুক্রবার সিএসকে ম্যানেজমেন্টকে ৪০ বছর বয়সী স্পিনার জানিয়ে দিলেন, তিনি এবারের আইপিএলে অংশ নেবেন না।

সব ঠিক থাকলে ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের এবারের আসর।

এর আগে আইপিএল ছাড়ার ঘোষণা দেন রায়না। সন্ত্রাসী হামলায় তার এক আত্মীয় মারা যাওয়ার পর দেশে ফিরে যান তিনি।

Related posts

ইস্ট বেঙ্গল ক্লাব এর নতুন ইনভেস্টর সিমেন্টের, আইএসএল খেলবে ইস্টবেঙ্গল

E Zero Point

থাইরয়েডে থেকে মুক্তি পাওয়ার প্রাকৃতিক উপায়

E Zero Point

মেমারি সাতগেছিয়ার ক্যারাটে শিক্ষক এবং অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক ভাবে সাহায্য করলো সর্বভারতীয় সংস্থা

E Zero Point

মতামত দিন