27/04/2024 : 1:22 AM
খেলা

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় মারের

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর, ২০২০:


এবারের ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডেই ছন্দ পতন হলো অ্যান্ডি মারের। কানাডার ফেলিক্স-অ্যালিয়াসিমের কাছে সরাসরি সেটে হেরে বিদায় নিতে হয়েছে তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে।

নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ২ ঘণ্টা আট মিনিটের লড়াইয়ে পঞ্চদশ বাছাই ফ্যালিক্সের কাছে ৬-২, ৬-৩, ৬-৪ গেমে হারেন ব্রিটিশ তারকা মারে।

হারলেও নিজের খেলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সী মারে। ২০১৯ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে খেললেন তিনি। মাঝের সময়টাতে মারে কোমরে এতটাই অসুস্থ ছিলেন তাকে অস্ত্রোপচার করাতে হয়েছিল। এই সময়ে তার অবসরে চলে যাওয়ার গুঞ্জনও উঠেছিল।

এদিকে, নারী এককে জয়ের ধারা অব্যাহত রেখেছেন সেরেনা উইলিয়ামস। প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও সরাসরি সেটের জয় পেয়েছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী যুক্তরাষ্ট্রের এই তারকা।

দ্বিতীয় রাউন্ডে রুশ প্রতিপক্ষ মার্গারিতা গাস্পারিয়ানকে ৬-২, ৬-৪ গেমে হারানো সেরেনা তৃতীয় রাউন্ডে স্বদেশি ২০১৭ সালের চ্যাম্পিয়ন স্লোয়ানে স্টিফেন্সের মুখোমুখি হবেন।

Related posts

আইপিএল থেকে সরে দাঁড়ালেন মালিঙ্গা

E Zero Point

মেমারির ৭ জন ক্ষুদে খেলোয়াড় সিএফএল নার্সারি লিগে

E Zero Point

কোয়েস ছেড়ে যাওয়ায় ইস্টবেঙ্গলে ডামাডোল

E Zero Point

মতামত দিন