25/04/2025 : 12:28 AM
খেলা

রসুলপুর জয়যাত্রী সংঘের মাঠে ক্যারাটে প্রশিক্ষণ শিবির

জিরো পয়েন্ট নিউজ –  মেমারি, ১৮ এপ্রিল ২০২৫ :


বাঙালি পরিবারের ছোট ছোট ছেলেমেয়েরা চিরকালই আঁকা, গান, নাচ, আবৃত্তির মধ্যে যে কোন একটি বা দুটি শেখানো রেওয়াজ।  স্মার্ট ফোনের টাচ স্ক্রীন টেকনোলজির যুগেও সে ধারার খামতি নেই। বরং তাতে যোগ হয়েছে আরও দু একটি পালক। তার মধ্যে একটি ক্যারাটে।

বাবা-মায়েদের স্বাস্থ্য সচেতনতা ও পরিস্থিতির কারণে ইদানীং এই মার্শাল আর্টসের জনপ্রিয়তা বাড়ছে। মূলত শারীরিক ক্ষমতা বৃদ্ধি ও আত্মরক্ষার কৌশল শেখার জন্যই ক্যারাটে স্কুলে সন্তানকে ভর্তি করেন অনেক আজকের অভিভাবক।  ক্যারাটে শিক্ষার মধ্যে একদিকে যেমন আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানো হয় ঠিক তেমনই নিয়মানুবর্তিতার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে শিক্ষার্থীরা।

শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রসুলপুরের বৈদ্যডাঙ্গার জয়যাত্রী সংঘের মাঠে আয়োজিত হল এক দিবসীয় সিনিয়র ক্য়ারাটে ট্রেনিং ক্যাম্প ও ব্ল্যাক বেল্ট সার্টিফিকেট প্রদান শিবির। ইন্টারন্যাশনাল কিয়োকুশিন ক্যারাটের অন্তর্ভুক্ত পূর্ব বর্ধমান জেলার মাস ওয়ামা ক্যারাটে ডু একাডেমীর পরিচালনায় ও বৈদ্য়ডাঙ্গা জয়যাত্রী সংঘের সহযোগিতায় ক্য়ারাটে ট্রেনিং ক্যাম্প ও ব্ল্যাক বেল্ট সার্টিফিকেট প্রদান শিবিরে শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে।

মাস ওয়ামা ক্যারাটে ডু একাডেমীর ৮ টি শাখা রসুলপুর অনাথ সমিতি, বৈদ্যডাঙ্গা জয়যাত্রী সংঘ, গন্তার বি এম ক্লাব, মেমারি ইউনিট ওয়ান, জামালপুর বিজ্ঞান ভবন, শুঁড়ে কালনা বাসন্তী তলা, পাঁচড়া হাইস্কুল, রুদা ব্রাঞ্চের সিনিয়র ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।

এদিন উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ব্রাঞ্চ চিফ সেনসাই সোমনাথ চন্দ্র, সেনসাই শান্তনু চৌধুরী, সেনসাই এস কে আলি, বাবু বিশ্বাস, জয়যাত্রী সংঘের সম্পাদক কৌশিক চৌধুরী,  ক্রীড়া সম্পাদক সুদীপ খাস্তগীর, সদস্য তমাল চৌধুরী সহ অন্যান্যরা।

এক দিবসীয় সিনিয়র ক্য়ারাটে ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট ও স্মারক প্রদান করা হয়। এছাড়াও একজন ছাত্রী ও তিনজন ছাত্র ব্ল্যাক বেল্ট পরীক্ষায় সফল হয়। এদিন মাস ওয়ামা ক্যারাটে ডু একাডেমীর পক্ষ জয়যাত্রী সংঘের মাঠে সৌম্যশ্রী দাস,  সুরেশ চক্রবর্তী, স্বরাজ কুমার দাঁ ও অ্যান্টনি মারান্ডির হাতে ইন্ডিয়ান ব্রাঞ্চ চিফ সেনসাই সোমনাথ চন্দ্র ব্ল্যাক বেল্ট ও সার্টিফিকেট তুলে দেন।

মাস ওয়ামা ক্যারাটে ডু একাডেমীর কর্ণধার সেনসাই শ্রীদীপ ঘোষ বলেন, বিগত ১৪ বছর ধরে আত্মরক্ষার কৌশল হিসাবে ক্যারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছি। পূর্ব বর্ধমান জেলায় অত্যন্ত সফলতার সাথে ট্রেনিং দেওয়া হয় আমাদের যোগ্য প্রশিক্ষক দ্বারা। বর্তমান সময়ে অভিভাবকেরা বুঝতে শিখেছেন আত্মরক্ষা ও নিয়মনুবর্তিতার জন্য ক্যারাটে শেখা কতটা প্রয়োজন।

জয়যাত্রী সংঘের পক্ষ থেকে তমাল চৌধুরী জানান, পূর্ব বর্ধমান জেলায় রসুলপুর বৈদ্যডাঙ্গার জয়যাত্রী সংঘ এক জনপ্রিয় নাম। ৭৫ বছর ধরে নাটক, সাংস্কৃতিক চর্চার সাথে সাথে ছেলে ও মেয়েদের জন্য ফুটবল ক্যাম্প, ক্রিকেট, খো-খো ইত্যাদি খেলার প্রশিক্ষণ দেওয়া হয় জয়যাত্রী সংঘের পক্ষ থেকে। এবার জয়যাত্রী সংঘে মুকুটে নতুন পালক ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র।

Related posts

ভারতীয় ক্রিকেটে বড় ক্ষতি! করোনায় প্রয়াত চেতন চৌহান

E Zero Point

টিএমসিপি কাপ মেমারিতে

E Zero Point

মহারাজের কাছে যুবরাজের চিঠি

E Zero Point

মতামত দিন