25/04/2025 : 2:17 PM
আমার দেশ

বিশ্ব ঐতিহ্য দিবসে পর্যটন স্থলে বিনামূ্ল্যে প্রবেশ

জিরো পয়েন্ট নিউজ – ১৮ এপ্রিল ২০২৫ :


১৮ এপ্রিল, ২০২৫ বিশ্ব ঐতিহ্য দিবস বা ‘ইন্টারন্যাশনাল ডে অফ মনুমেন্টস অ্যান্ড সাইটস’-এ ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের আওতায় থাকা পর্যটন স্থলগুলিতে প্রবেশের জন্য মাশুল গুনতে হবে না। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ আরও বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বর্তমানে তাদের আওতায় রয়েছে ৩,৬৯৮টি স্মারক স্থল।

এ বছর ‘ইন্টারন্যাশনাল ডে অফ মনুমেন্টস অ্যান্ড সাইটস’-এর থিম হল ‘হেরিটেজ আন্ডার থ্রেট ফ্রম ডিজাস্টার অ্যান্ড কনফ্লিক্টস’- বিপর্যয় এবং সংঘর্ষের জেরে বিপন্ন ঐতিহ্য। এই বিষয়টিতে সচেতনতার প্রসার ঘটিয়ে ঐতিহ্য মণ্ডিত স্মারক ও পরিসরগুলির সংরক্ষণে সাধারণ মানুষকে উদ্যোগী করে তোলার চেষ্টা হচ্ছে।  প্রবেশমূল্য মকুব করে ঐতিহ্য সংরক্ষণে তৎপর হওয়ার জন্য সাধারণ মানুষকে বার্তা দিতে চায় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ।

বস্তুত, আমাদের সংবিধানে বর্ণিত মৌলিক দায়িত্বগুলির মধ্যেও ঐতিহ্যমণ্ডিত পরিসর ও স্মারক রক্ষা করায় যত্নশীল হয়ে ওঠার কথা বলা হয়েছে।

Related posts

নীতি আয়োগ অগ্রগতির সূচকে কেরল সর্বোচ্চ, বিহার সর্বনিম্ন, পশ্চিমবঙ্গ ১৮ তম স্থানে

E Zero Point

উচ্চাকাঙ্ক্ষী জেলা কালেক্টরেটদের জন্য মহামারীর সময় সুপ্রশাসনের ওপর আয়োজিত একটি কর্মশালায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং

E Zero Point

পরিবারের বিরুদ্ধে গিয়ে ধর্ষিতার দেহ মধ্যরাতেই পুড়িয়ে দিল উত্তরপ্রদেশ পুলিশ

E Zero Point

মতামত দিন