01/05/2024 : 6:36 PM
আমার দেশ

এল আই সি প্রতিষ্ঠা দিবসে সংস্থা রক্ষা করার আহবানে সীতারাম ইয়েচুরি

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ১ সেপ্টেম্বর, ২০২০:


দেশের অন্যতম সবচেয়ে বৃহত্তর আর্থিক সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আজ প্রতিষ্ঠা দিবস। দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত হয়ে উঠছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এই সংস্থা আজ দেশের অর্থনীতিতে শক্তিশালী রূপে প্রকাশ পেয়েছে।

এলআইসিকে বিক্রি করে দেওয়া বা কর্পোরেট হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন দেশের বহু মানুষ। বিভিন্ন রাজনৈতিক দল লাগাতার বিক্ষোভ দেখিয়েছে এই সংস্থার বিক্রির সিদ্ধান্তের বিরুদ্ধে , দেশের স্বার্থ বিঘ্নিত করে এই সংস্থার বিক্রির বিরুদ্ধে লাগাতার রাজপথে আন্দোলনে বামেরা। তাদের অভিযোগ রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলিকে বিক্রি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে বিজেপি সরকার যা দেশের আত্মনির্ভরতাকেই ধ্বংস করবে। এলআইসি দিবসে সংস্থা রক্ষা করার বার্তা দিলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এক টুইট বার্তায় বলেছেন দেশের বিভিন্ন অংশের মানুষ.আমাদের অর্থনৈতিক স্বনির্ভরতা তৈরি করতে স্বতন্ত্র ভারতে ধারাবাহিক পঞ্চবার্ষিকী পরিকল্পনার তহবিলের সবচেয়ে বড় অবদান ছিল এল.আই.সি. এটিকে বেসরকারী করে মোদী ভারতকে একটি স্বাধীন অর্থনীতি হিসাবে হ্রাস করছে।এলআইসির বেসরকারীকরণ বন্ধ করুন।

Related posts

ঘূর্ণিঝড় “নিসর্গ”: উত্তর মহারাষ্ট্র এবং দক্ষিন গুজরাট উপকূলবর্তী অঞ্চলে সতর্কতা জারি

E Zero Point

নিরাপত্তার স্বার্থে ভারতে নিষিদ্ধ টিকটক সহ ৫৯টি চিনা সংস্থা

E Zero Point

৭৩ তম প্রজাতন্ত্র দিবসঃ কিন্ত প্রশ্ন একটাই – গণতন্ত্রের চারটি স্তম্ভ কেন ক্রমশ দুর্বল হচ্ছে?

E Zero Point

মতামত দিন