29/03/2024 : 11:55 AM
বিদেশ

জাকারবার্গকে পিছনে ফেলে শীর্ষ ধনীর তালিকায় তৃতীয় এলন মাস্ক

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ১ সেপ্টেম্বর, ২০২০:


বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় ফেইসবুকের মার্ক জাকারবার্গকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এলেন স্পেস এক্সের এলন মাস্ক ।

ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সম্পত্তির অঙ্কের ভিত্তিতে জাকারবার্গকে হারিয়ে দিয়েছেন মাস্ক।

ওই দিন জাকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ ৯ হাজার ৭০৩ কোটি টাকা। অন্যদিকে এলন মাস্কের সম্পত্তির পরিমাণ বেড়ে বাংলাদেশি মুদ্রায় হয়েছে প্রায় ৮ লাখ ১২ হাজার ২৪৫ কোটি টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরে মাস্কের সংস্থা টেসলার শেয়ারের দর বেড়েছে রকেটের গতিতে। প্রায় ৪৭৫ শতাংশ বৃদ্ধি ঘটেছে। তার জেরেই জাকারবার্গকে টপকে গিয়েছেন তিনি।

গত সপ্তাহেই জাকারবার্গ, জেফ বেজোসের সঙ্গে সেন্টি বিলিওনেয়ার (১০ কোটি ডলার বা তার বেশি সম্পত্তি) ক্লাবে যোগ দিয়েছিলেন এলন মাস্ক। সপ্তাহ ঘুরতে না ঘুরতে তার মুকুটে নতুন পালক যোগ হল।

সারা দুনিয়ায় ধনকুবেরদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন আমাজন কর্তা জেফ বেজোস। তার অনেক পিছনে রয়েছেন মাস্ক।

করোনা মহামারির সময়ে গোটা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দার মুখে তখন ধনকুবেরদের সম্পত্তি বৃদ্ধির বিষয়টা বিতর্কেরও জন্ম দিয়েছে। বিপুল সম্পদ আয়ে কর বসানোর প্রাস্তাব দেন মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স।

Related posts

ভাড়ায় মিলবে বাবা!

E Zero Point

বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়াল

E Zero Point

চার বাঙালির ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক জয় এর গল্প !

E Zero Point

মতামত দিন