26/04/2024 : 12:30 PM
বিদেশ

দুই ঘণ্টা ‘কিছুই না করে’ ইউটিউবে ৩০ লাখ ভিউ!

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ১ সেপ্টেম্বর, ২০২০:


কিছুই না করে শুধু মুখ বন্ধ করে বসেছিলেন এক তরুণ-এমন একটি ভিডিও মাত্র দুই ঘণ্টা সময়ের মধ্যে ৩০ লাখ ভিউ হয়েছে। ইন্দোনেশিয়ায় এ ঘটনা ঘটেছে।

জাকার্তা পোস্ট জানায়, জুলাইতে মুহাম্মদ দিদিত নামে এ তরুণ তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করে।

২ ঘণ্টা ২০ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওটি দেখেছে ৩০ লাখেরও বেশি মানুষ। এত বিপুল সাড়া পাবেন কল্পনাও করেননি দিদিত।

দিদিতের ইউটিউব চ্যানেল ‘sobat miskin official’ থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। ৩০ হাজারের বেশি মানুষ চ্যানেলটির সাবস্ক্রাইভার।

সম্প্রতি স্থানীয় একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, শুধু ১০ মিনিটের একটি ভিডিও বানাতে চেয়েছিলেন তিনি। কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি সময় রুমের মধ্যে বসেছিলেন।

কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই ভিডিওটি বানান দিদিত। শুটিং করার আগে শুধু কিছু খেয়ে নিয়েছিলেন এবং বাথরুমে গিয়েছিলেন তিনি।

তবে এ সময় তিনি শুধু চিন্তিত ছিলেন তার বাবা-মাকে নিয়ে। দিদিত বলেন, আমি যদি তাদের ডাকের জবাব না দিই, তাহলে ঝামেলায় পড়ব।

পুরো ভিডিওতে মুখ বন্ধ করে বসেইছিলেন এ তরুণ। ভিডিওটির দর্শকেরা অনুমান করার চেষ্টা করেছেন যে, এ দুই ঘণ্টায় দিদিত ঠিক কী করছিলেন। কেউ কেউ গুনে দেখছিলেন দিদিত কতবার চোখের পলক ফেলেছেন।

আবার কিছু মানুষ ভেবেছেন দিদিত হয়তো ভুলবশত রেকর্ড বাটন প্রেস করেছেন। তবে অনেকের মন্তব্য, কীভাবে লাখ লাখ দর্শক ভিডিওটি দেখতে উৎসাহিত হয়েছেন।

এই বিষয়ে দিদিত বলেন, ইন্দোনেশীয় সমাজ শিক্ষা-বিষয়ক ভিডিও বানাতে তাকে জোর করে, ফলে অনিচ্ছা সত্ত্বেও ভারাক্রান্ত মন নিয়ে এ ভিডিও তৈরি করেন তিনি।

Related posts

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

E Zero Point

২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট থাকার ছক কোষছেন পুতিন

E Zero Point

মাস্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন নির্দেশনা

E Zero Point

মতামত দিন