07/05/2025 : 12:23 AM
আমার দেশ

এলাহাবাদ হাইকোর্টের রায়ে ডাক্তার কাফিল খানের মুক্তি

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ১ সেপ্টেম্বর, ২০২০:


অবশেষে ডাক্তার কাফিল খান এর মুক্তির পথ খুলে গেল মঙ্গলবার আদালতের রায়ে। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং রাস্তাতে বিক্ষোভ হয়েছে ডাক্তার কাফিল খান এর মুক্তির দাবিতে। এলাহাবাদ হাইকোর্ট মঙ্গলবার ডাঃ কাফিল খানের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে (এনএসএ) দায়ের করা অভিযোগ খারিজ করে দিয়ে তাকে তাৎক্ষণিক মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে।

ডাক্তার কাফিল খান ২০২০ সালের ২৯ শে জানুয়ারি থেকে উত্তর প্রদেশের মথুরা জেলে কারাগারে রয়েছেন ।নাগরিকত্ব বিরোধী (সংশোধনী) আইনের (সিএএ) বিক্ষোভ চলাকালীন গত ১০ ই ডিসেম্বর, ২০১৮ এ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) তে ওনার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে।

আগস্টের মাঝামাঝি সময়ে ইউপি সরকার খানকে আটকে রাখার জন্য আরও তিন মাস বাড়িয়ে দেয়।হাইকোর্টে খানের মা কর্তৃক দায়ের করা একটি হাবিয়াস কর্পাসের আবেদনের শুনানি চলছিল।তার মা এর অভিযোগ তাকে অবৈধভাবে আটক করা হয়েছে এবং অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছিলেন।

Related posts

বিশ্ব পোলিও দিবসে সাইক্লোথন বর্ধমানে

E Zero Point

‘বিজেপির পাতা ফাঁদে’- জনগণঃ অঙ্কটা কি ভাবতে হবে…..

E Zero Point

জিন্স পরার অপরাধে প্রাণ হারালো উত্তর প্রদেশের যুবতী

E Zero Point

মতামত দিন