01/05/2024 : 7:16 PM
আমার দেশ

“পিএম সূর্যঘর”: এবার বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ১ মার্চ ২০২৪ :


কেন্দ্রীয় মন্ত্রিসভা, “পিএম সূর্যঘর” নামে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে,সোলার প্যানেল বসাবার সিদ্ধান্ত অনুমোদন করেছে।  কেন্দ্রীয় মন্ত্রিসভা, ৭৫ হাজার ২১ কোটি টাকা ব্যয়ে, ১ কোটি গৃহে, “পিএম সূর্যঘর” নামে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে,সোলার প্যানেল বসাবার সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর ফলে প্রতি গৃহে ৩শো ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে। নতুন দিল্লীতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, প্রতি গৃহে এর ফলে ১৫ হাজার টাকা সাশ্রয় হবে। গত ১৩ ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এই প্রকল্পের সূচনা করেন।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রধানমন্ত্রী দেশে সেমিকন্ডাক্টর নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। অসমের ধোলেরাতে প্রথম বাণিজ্যিক সেমিকন্ডাক্টর ফ্যাব গড়ে উঠবে বলে তিনি জানান। এখানে প্রতিদিন ৪ কোটি ৮০ লক্ষ চিপস নির্মাণ হবে।

Related posts

দেশে একদিনে করোনা আক্রান্ত ৫৭ হাজারেও বেশি, ভাঙল অতীতের সব রেকর্ড

E Zero Point

‘নির্যাতনের নথি’ পোর্টাল উদ্বোধনঃ সারা দেশে ঘটে চলা লিঙ্গ হিংসা ও শিশু নির্যাতনের খবর

E Zero Point

২০২০-র জুলাই মাসের অপরিশোধিত তেল উৎপাদন ২,৬৩৩.৫৯ টিএমটি

E Zero Point

মতামত দিন