29/11/2023 : 3:43 AM
আমার বাংলা

পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় সাফল্য মালদার ভূতনি থানা পুলিশের

জিরো পয়েন্ট নিউজ–সুমিত ঘোষ, মালদা,১৭ ডিসেম্বর ২০২২:


পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় সাফল্য মালদার ভূতনি থানা পুলিশের। মজুত করা আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। ঝাড়খন্ড সংলগ্ন ভুতনী থানার পুলিশ গোপণসূত্রে খবর পেয়ে অভিযান চালালে এই অস্ত্র উদ্ধার করে। তিনটি অত্যাধুনিক পাইপগান সহ আট রাউন্ড কার্তুজ ভুতনী থানা এলাকার গদাইচরে লুকানো ছিল।

এই অস্ত্র মজুত রাখার অপরাধে দুইজনকে গ্রেপ্তার করেছে ভুতনী থানার পুলিশ।ধৃতদের নাম রাজেন্দার মাহাতো (37) ও রামসুরাত মাহাতো (40)। তাদের আজ মালদা জেলা আদালতে তোলা হবে। অভিযুক্তদের জেরা শুরু করেছে পুলিশ। আরো অস্ত্র মজুত রয়েছে কিনা তার খোঁজ করছে পুলিশ।

Related posts

ভাতারে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট

E Zero Point

গুসকরায় তৃণমূলের অবস্থান বিক্ষোভ

E Zero Point

মেমারি পৌরসভার উদ্যোগে সমস্ত পুজো মন্ডপে স্যানিটাইজেশন

E Zero Point

মতামত দিন