জিরো পয়েন্ট নিউজ – কুন্তল মন্ডল, ভাতার, ৩ সেপ্টেম্বর ২০২১:
ভাতারের বনপাস স্বাস্থ্য কেন্দ্রে মায়েদের ভ্যাক্সিনেশন ও একটি করে গাছের চারা প্রদান করলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী । শুধু ১ থেকে ১০ বছর পর্যন্ত ১১০ জন শিশুর মায়েদের জন্য এই ভ্যাক্সিনেশন করা হয়। বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যে ভ্যাকসিন দিচ্ছে না। আমাদের রাজ্যে ভ্যাকসিন কম। তাই এখন ১০০ জন করে দেওয়া হচ্ছে পরে আরো দেওয়া হবে।
ভ্যাকসিন প্রদানকে কেন্দ্র করে বিধায়ক প্রত্যেককে চারা গাছ প্রদান করেন ও বলেন গাছ লাগান ও পরিবেশ বাঁচান। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভাতার ব্লক এর স্বাস্থ্য কর্মাদক্ষ মহেন্দ্র হাজরা , পূর্ব বধমান জেলার বিদ্যুৎ এর কর্মাদক্ষ জহর বাগদী, বনপাস অঞ্চলের প্রধান দীপ্তি মন্ডল , উপপ্রধান আহমেদ আলি ও বনপাস এলাকার সমাজসেবি কর্মীরা।