26/04/2024 : 1:09 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

শিক্ষক দিবসে রক্তদান শিবির তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির

জিরো পয়েন্ট নিউজ – রূপাঞ্জন রায়, পান্ডুয়া, ১ সেপ্টেম্বর, ২০২০:


“মানবতার টানে, ভয় নেই রক্তদানে” রক্ত জীবের প্রাণধারনের এমন একটি জৈবিক উপাদান যা বীক্ষণাগারে কৃত্রিম উপায়ে তৈরী করা যায় না। পর্যাপ্ত রক্তের অভাবে ভুগতে থাকা মুমূর্ষু মানবদেহে পুনরায় প্রাণের স্পন্দন ঘটাতে পারে আপনার আমার দানকৃত কয়েক ফোঁটা রক্ত। এই করোনা আবহে আমাদের ব্লাডব্যাঙ্কগুলিতে রক্তের আকাল দেখা দিয়েছে। আমারাই পারি এই সঙ্কটথেকে মুক্তির পথ উন্মুক্ত করতে। তাই আগামী ৫ই সেপ্টেম্বর শুনিবার করোনা সংক্রান্ত সম্পূর্ণ সুরক্ষা ব্যবস্থা বজায় রেখে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছে।এই শিবিরে ৭০জন প্রাথমিক শিক্ষক স্বেচ্ছায় রক্তদান করবেন এই মহতি কর্মকাণ্ডের অংশীদার হতে।
পান্ডুয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মধ্যক্ষ সঞ্জীব ঘোষ মহাশয় আমাদের প্রতিনিধিকে জানালেন
অনুষ্ঠানে রক্তদাতা দের উৎসাহ দিতে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেস ও তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য ও জেলা নেতৃত্বরা।

Related posts

বিধবা মহিলার বাড়ি থেকে ১১ লক্ষ টাকা চুরি

E Zero Point

সেফ ড্রাইভ সেভ লাইফ শিবির গলসিতে

E Zero Point

রায়নায় রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন