27/04/2024 : 11:13 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

এস.আই সঞ্জয় সিং-এর পর আরও দুই কনস্টেবল করোনা আক্রান্ত মেমারি থানায়

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৩ সেপ্টেম্বর ২০২০:


গতকাল মেমারি থানার এস.আই সঞ্জয় সিং করোনা আক্রান্ত হওয়ার পর আরও দুই পুলিশ কনস্টেবল করোনা আক্রান্ত হলেন মেমারি থানায়। চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্যবিধি মেনে করোনা আক্রান্ত দুই পুলিশ কনস্টেবল বর্তমানে হোম আইসোলেশনে আছেন।

ইতিমধ্যে মেমারি থানায় সবধরনের সচেতনতা অবলম্বন করা হয়েছে। জনসাধারণের জন্য সুনির্দিষ্ট নিয়ম মেনে জনসংগযোগ করা হচ্ছে।

প্রসঙ্গগত উল্লেখ্য দীর্ঘ কয়েকমাস ধরে মেমারি থানার সমস্ত পুলিশের মানবিক রুপ মেমারিবাসী দেখেছেন। করোনা সংক্রমণ প্রতিরোধ করতে ও লকডাউন সফল করতে মেমারি থানার পুলিশ নিরন্তর কাজ করে গেছে। আজ সেই রক্ষাকর্তারা আক্রান্ত এই খবর শুনে মেমারিবাসীরা করোনা আক্রান্ত পুলিশকর্মীদের জন্য প্রার্থণা করছেন যাতে খুব শীঘ্রই তারা করোনা জয় করে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারেন।


বর্ধমানে ক্যামরী কোভিড হাসপাতালে চিকিৎসাধী এস. আই. সঞ্জয় সিং আমাদের সংবাদমাধ্যমের মাধ্যমে বার্তা দেন, অযথা আতঙ্কিত হবেন না, স্বাস্থ্যবিধি মেনে চলুন। তিনি আরও বলেন, বিগত কয়েকদিন যেসব মানুষ তার সাথে স্বাক্ষাৎ করেছেন তারা যেন করোনা পরীক্ষা করিয়ে নেন।

Related posts

পূর্ব গরীমা হারাচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ প্রতিষ্ঠিত বর্ধমানের মসজিদ, হতাশ ইতিহাসপ্রেমীরা !

E Zero Point

মেমারির বোহার-কাশিপুরে করোনা আক্রান্তের সন্ধান

E Zero Point

পিকনিক করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু নাবালিকার

E Zero Point

মতামত দিন