19/05/2024 : 5:53 AM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

পুজোর আগে অসহায় পরিবারের পাশে স্বপ্ন পূরণ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, নৈহাটী, ৫ সেপ্টেম্বর, ২০২০:


অতিমারী করোনা—ছিনিয়ে নিল লাখ লাখ মানুষের প্রাণ। স্তব্ধ হয়ে রয়েছে জীবন, সমস্ত গতি বন্ধ হয়ে যাচ্ছে। তারই মধ্যে আসন্ন বাঙালীর শ্রেষ্ঠ উৎসব-দূর্গা পূজা-যার অর্থ সারা বছরের কষ্ট দুঃখ মনে চেপে রেখে কয়েকদিনের জন্য মা আসার আনন্দে মেতে ওঠা। কিন্তু ২০২০ কেড়ে নিচ্ছে তা-ও। এরই মধ্যে অসহায় মানুষ গুলোর মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে স্বপ্ন পূরণ। নৈহাটীর এই স্বেচ্ছাসেবী সংস্থা বিগত দিনে আমফান ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এবার পুজোর আগে সেইসব অসহায় ১০০টি গরীব দরিদ্র মধ্যবিত্ত পরিবারের মানুষ গুলোর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তারা।

 

Related posts

অসহায় বৃদ্ধার পাশে তৃণমূল ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের যোদ্ধারা

E Zero Point

মাসির মৃতদেহ সৎকার করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল বোনপো

E Zero Point

পিএম কেয়ার্সঃ মুর্শিদাবাদ ও কল্যাণীতে ২৫০ শয্যা বিশিষ্ট দুটি অস্থায়ী কোভিড হাসপাতাল

E Zero Point

মতামত দিন