09/05/2024 : 6:59 AM
ট্রেন্ডিং নিউজ

হোয়াটসঅ্যাপের মতো ফেসবুক ম্যাসেঞ্জারে পাঁচ জন এর বেশি ব্যক্তি বা গ্রুপে বার্তা ফরোয়ার্ড করা যাবে না

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, ঝাড়গ্রাম, ৬ সেপ্টেম্বর ২০২০:


আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করি। সেই ফেসবুকে বিভিন্ন তথ্য আদান-প্রদানের জন্য আমরা বেশিরভাগই ব্যবহার করি ফেসবুক মেসেঞ্জার।সেই ফেসবুক মেসেঞ্জারে একটি বার্তা অনেক মানুষকে ফরওয়ার্ড করা যায়।কিন্তু
হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঁচ জনের বেশি মানুষকে ফরওয়ার্ড করা যায় না।

এবার ফেসবুক মেসেঞ্জার ম্যানেজমেন্ট কতৃপক্ষ একটি নতুন পদক্ষেপ নিতে চলেছে। হোয়াটসঅ্যাপের মতো ফেসবুক মেসেঞ্জার-এ 5 জনের বেশি মানুষকে বা গ্রুপে বার্তা ফরওয়ার্ড করা যাবে না।ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহারকারীদের একবারে কেবল পাঁচ জন ব্যক্তি বা গ্রুপে বার্তা ফরোয়ার্ড করার জন্য একটি ফরোয়ার্ডিং সীমা যুক্ত করেছে। নতুন এই সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্য করোনা ভাইরাসজনিত ভুল তথ্য না ছড়িয়ে দেওয়া এবং বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে ফেক সংবাদ কমানো। 2018 সালে হোয়াটসঅ্যাপে অনুরূপ ফরওয়ার্ডিং অপশন নিয়ে এসেছিল,গত বছরের জানুয়ারিতে বিশ্ব বাজারে প্রসারিত হয়েছিল। এদিকে, এপ্রিল মাসে, হোয়াটসঅ্যাপ একবারে একটি চ্যাটে প্রায়শই ফরোয়ার্ড করা বার্তাগুলির সীমা কমিয়ে দেয়। ম্যাসেঞ্জার অ্যাপটি সম্প্রতি আইওএস ডিভাইসে অ্যাপ্লিকেশনটি লক করার ক্ষমতা সহ নতুন গোপনীয়তা বৈশিষ্ট্যও যুক্ত করেছে।

আপনার ফেসবুক ম্যাসেঞ্জারে ফরওয়ার্ডিং সীমাটি যুক্ত হওয়ার সাথে সাথে আপনি একসাথে পাঁচ জনের বেশি লোক বা গ্রুপে কোনও নির্দিষ্ট বার্তা ফরোয়ার্ড করতে পারবেন না। আপনি যদি আপনার ফরোয়ার্ডিং তালিকায় 5 জনের বেশি ব্যক্তিকে বার্তা ফরওয়ার্ড করার চেষ্টা করেন, তাহলে
অ্যাপ্লিকেশনটি আপনাকে ‘ফরওয়ার্ডিং লিমিট রিচড’ একটি নোটিফিকেশন দেখাবে।

বৃহস্পতিবার একটি ব্লগ পোস্টে মেসেঞ্জার এর গোপনীয়তা ও সুরক্ষা প্রসঙ্গে মেসেঞ্জার প্রোডাক্ট ম্যানেজমেন্ট এর পরিচালক জে মুলিভাব বলেন যে বিভিন্ন ভুল তথ্য মেসেঞ্জারে মাধ্যমে অতিরিক্ত পরিমাণ ছড়িয়ে যাওয়ায় মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং এই ভুল তথ্য খুব অল্প সময়ের মধ্যেই মানুষের কাছে চলে যাওয়ায় অনেকের ক্ষতি হচ্ছে। ফেক নিউজ গুলো যাতে মানুষের কাছে তাড়াতাড়ি না পৌঁছায় তাই এই সিদ্ধান্ত। মেসেঞ্জার এর নতুন আপডেট খুব শীঘ্রই মানুষের কাছে পৌঁছাবে।

Related posts

ভাবনাঃ ঈদে সাংবাদিক ও পুলিশের ভূমিকা – সাংবাদিক সেখ নিজাম আলম

E Zero Point

ফলতা প্রাথমিক বিদ্যালয় – যেন অন্য গ্রহের বিদ্যালয়

E Zero Point

আজাদি কা অমৃত মহোৎসব – বর্তমান প্রজন্মের কাছে অমৃতসম

E Zero Point

মতামত দিন