05/05/2024 : 4:47 AM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

নাগরিক কমিটির উদ্যোগে গোবরডাঙ্গা বাজারে স্যানিটেজাইশন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, গোবরডাঙ্গা,  ৬ সেপ্টেম্বর, ২০২০:


উত্তর ২৪ পরগনা গোবরডাঙ্গায় গত ১০ দিনে সারা গোবরডাঙা জুড়ে করোনার প্রকোপ হুহু করে বেড়েছে।এই দশদিনে আক্রান্তের সংখ্যা প্রায় তিরিশ বেড়েছে।সাধারণ মানুষের অভিযোগ এব্যাপারে পৌর প্রশাসন তেমন কোনো ভূমিকা পালন করছেন না।শেষ পর্যন্ত মানুষের আস্থা ফেরাতে এবং করোনার প্রকোপ দূর করবার জন্য নিকটবর্তী গোবরডাঙ্গা বাজার স্যানিটাইজেশন এর দায়িত্ব নিল গোবরডাঙ্গার নাগরিক সমাজ।আজ গোবরডাঙা নাগরিক কমিটির উদ্যোগে গোবরডাঙ্গা বাজারে প্রায় দু’ঘণ্টা ধরে স্যানিটাইজেশন এর কাজ চলে।

স্থানীয় ব্যবসায়ী সমিতি এবং সাধারণ ব্যবসায়ীরা এই কাজে ভীষণভাবে সহযোগিতা করেন।ভুটানের নাগরিক কমিটির ডাকে আজকের এই স্যানিটাইজেশন সমাজের বিভিন্ন অংশের নাগরিক অংশ নেন।অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী থেকে স্কুলের শিক্ষক, কলেজ কর্মচারী,ছোট ব্যবসায়ী সকলেই উৎসাহের সঙ্গে এই কাজ হাত মেলান।গোবরডাঙা নাগরিক কমিটির সম্পাদক সত্রাজিৎ সরকার জানিয়েছেন,তাদের এই জাতীয় কর্মসূচি আগামী দিনেও গোবরডাঙ্গার বিভিন্ন হাট-বাজারে চলবে।

Related posts

কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে বিমান পরিষেবা পুনরায় চালু হলো

E Zero Point

পূর্ব বর্ধমান জেলা করোনা আপডেট

E Zero Point

বিজেপি বিধায়িকা আটকে দিলেন গোরু বোঝাই গাড়ি, বর্ধমানে রাজনৈতিক চাঞ্চল্য

E Zero Point

মতামত দিন