06/05/2025 : 9:14 PM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

অসহায় মানুষের পাশে ভলি লাভারস টিম ও রেড ভলেন্টিয়ার্স

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়, কাটোয়া, ২৩ মে ২০২১:


পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের পলসোনা গ্ৰামে করোনা সংক্রমণ দিনেরদিন বেড়ে চলেছে। এরফলে এলাকার মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এইসময়ে অসহায় দুঃস্থ মানুষদের দুবেলা খাবারো ঠিকমতন জুটছেনা।‌ অসহায় দুঃস্থ মানুষেরা অনাহারে দিন কাটাচ্ছেন সেই খবর পেয়েই, সেইসব মানুষদের পাশে এসে দাঁড়ালো পলসোনা গ্ৰামের ভলি লাভারস টিম ও রেড ভলেন্টিয়ার্স-এর সদস্যরা।

সদস্যরা ৩০ টি অসহায় দুঃস্থ পরিবারের লোকজনের হাতে চাল,ডাল,আলু,সয়াবিন,তেল,নুন,সাবান মাস্ক তুলে দেয়। এইদিন করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিলেন তাঁরা। করোনা নিয়ে এলাকার মানুষদেরকে সচেতন করে। সদস্যদের এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা।

Related posts

মেমারিতে হিন্দি ভাষীদের নিয়ে হোলি সমারোহ

E Zero Point

ঝুলন্ত বধুর মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মেমারিতে

E Zero Point

উন্নতমানের ধান চাষ করার জন্য, বিনামূল্যে সুগন্ধি ধানের বীজ বিতরণ মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে

E Zero Point

মতামত দিন