28/04/2024 : 7:27 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

মন্তেশ্বরে করোনা পরীক্ষা শিবির

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৭ সেপ্টেম্বর ২০২০:


মন্তেশ্বর কাদম্বনী ব্লক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে এবং কিছু সমাজ সচেতন গ্রামবাসীর সহায়তায় সোমবার শেলে গ্রামে করোনা অ্যান্টিজেন টেস্ট শিবির অনুষ্ঠিত হয়।  এই শিবিরে ১৮৪ জন গ্রামবাসীর করোনা পরীক্ষা করা হয়।  খুব ভালো খবর যে এই শিবিরে কারো রিপোর্ট  পজেটিভ আসেনি।  মন্তেশ্বর ব্লকের জামনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামের বাসিন্দা অরূপ ঘোষ,  কাজল হাজরা, পরেশ সর্দার, রাজদীপ ঘোষ, পাপাই ঘোষ, দেবাশিস পাল, সুশান্ত ঘোষ প্রমুখরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

স্বাস্থ্যকর্মী তনুকা ব্যানার্জ্জী ও সোনালী মন্ডলের নেতৃত্বে ৭ জনের টিম এই শিবির  সুষ্ঠুভাবে পরিচালনা করেন।  শিবির  শেষে তনুকা মন্ডল বলেন– শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে এই শিবির সফল হয়েছে। উদ্যোক্তাদের সহযোগিতা না পেলে এইভাবে শিবির করা যেত না।  গ্রামবাসীদের ধন্যবাদ ।

এই শিবিরে উৎসাহদানের জন্য  দীর্ঘক্ষন উপস্থিত ছিলেন  গণতান্ত্রিক আন্দোলনের নেতা ওসমান গনি সরকার প্রমুখ ।

Related posts

৪৩০ বছরের দোলযাত্র উৎসব কাটোয়ায়

E Zero Point

কুচুটে সিপিআইএমের রাস্তা অবরোধ ও বিক্ষোভ

E Zero Point

বিধানসভা নির্বাচনের আগে মালদায় ধূলিস্যাৎ কংগ্রেস

E Zero Point

মতামত দিন