05/05/2024 : 5:09 AM
খেলা

সেরেনা উইলিয়ামস ইউএস ওপেন কোয়ার্টার-ফাইনালে

ইউএস ওপেনে জয়ের ধারা অব্যাহত রেখেছেন নারী এককের অন্যতম ফেভারিট সেরেনা উইলিয়ামস। তিন সেট লড়ে গ্রিসের মারিয়া সাক্কারিকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের তারকা এই খেলোয়াড়।

ফ্লাশিং মিডোসে মাত্র ৩৭ মিনিটে প্রথম সেটটি ৬-৩ ব্যবধানে নিজের করে নেন সেরেনা। কিন্তু দ্বিতীয় সেটে টাইব্রেকারে হেরে বসেন ৩৮ বছর বয়সী এই খেলোয়াড়। তবে শেষ সেটটি জিতে ৬-৩, ৬-৭ (৬-৮) ও ৬-৩ গেমে পঞ্চদশ বাছাই সাক্কারিকে হারান তিনি।

ম্যাচ শেষে সেরেনা বলেন, “আমি কেবল লড়াই চালিয়ে যাচ্ছিলাম। সে (সাক্কারি) ভালো খেলছিল; আক্রমণাত্মক ছিল। আমি জানতাম, আমাকেও একই কাজ করতে হবে।”

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে সেরেনা বুলগেরিয়ার টিসভেতানা পিরোনকোভার মুখোমুখি হবেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা।

ফ্রান্সের আলিজে কোরনেতকে ৬-৪, ৬-৭, ৬-৩ গেমে হারানো টিসভেতানা এর আগে কখনোই ইউএস ওপেনে কোয়ার্টার-ফাইনাল খেলেননি; ২০১৭ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামে খেলছেন তিনি।

জয়ধারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে সাতবারের মতো ইউএস ওপেন জেতা হবে সেরেনার। সেই সঙ্গে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ভাগ বসাবেন অস্ট্রেলিয়ান টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টের রেকর্ডে।

Related posts

টিএমসিপি কাপ মেমারিতে

E Zero Point

আইপিএল থেকে সরে দাঁড়ালেন মালিঙ্গা

E Zero Point

ক্ষুদে ফুটবলার নুর হাসানের পাশে প্লেয়ার্স হিউম্যানিটি-র রহিম নবি

E Zero Point

মতামত দিন