06/05/2024 : 3:38 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৮ সেপ্টেম্বর ২০২০:


বঙ্গীয় স্বাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে মেমারি ১ আঞ্চলিক কমিটির উদ্যোগে কালিতলা পাড়াতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সন্ধ্যা ভট্টাচার্য, জেলা কমিটির সদস্য অমিতাভ চৌধুরী, সুনিল বনিক, জগন্নাথ গাঙ্গুলি। এছাড়াও এস.এফ.আই.-এর পক্ষে তারক মন্ডল, ময়ূখ দফাদার প্রমুখ উপস্থিত ছিলেন।


রাজ্য কমিটির সদস্য ও গণ আন্দোলনের নেত্রী সন্ধ্যা ভট্টাচার্য জানান, আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের পাশাপাশি ১৯৮৭ সালে আজকের দিনেই বঙ্গীয় স্বাক্ষরতা প্রসার সমিতির প্রতিষ্ঠা হয়েছিল। তিনি জানান বামফ্রন্ট সরকারে আমলে রাজ্যে যে হারে মানুষকে স্বাক্ষরিত করা হয়েছিল বর্তমান সরকারের তার হার নিম্নমুখী। আমরা সেই সময় বয়স্ক শিক্ষাই জোড় দিয়েছিলাম যা আজ প্রায় বিলুপ্ত। স্কুলগুলি পড়াশোনা হয় না। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষ ২০১১ সাল থেকে আর কোন পরীক্ষাও হয়নি।

 

Related posts

মন্তেশ্বরে খরি নদীতে তলিয়ে নিখোঁজ চাষী

E Zero Point

আজ থেকে কলকাতা পোর্ট ট্রাস্টের নাম শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর

E Zero Point

কলকাতা মুখরিত হল ১০ হাজার কৃষকের পদচারণায়

E Zero Point

মতামত দিন